huatong
huatong
avatar

একটা ছিল গানের মানুষ অদৃশ্য

অবসকিউরhuatong
অদৃশ্যhuatong
الكلمات
التسجيلات
একটা ছিল গানের মানুষ

বাঁচতো নিজের শর্তে

শব্দ ছোয়ায় হৃদয় দোলা

লাগিয়ে দিতো রক্তে

তারায় তারায় মিশেছে তার

শান্ত মুখচ্ছবি

আগুন ছোঁয়া শব্দ ঠোঁটে

হারাচ্ছে আজ সবই

হাসতে দেখো গাইতে দেখো

অনেক কথায় মুখর আমায় দেখো

দেখো না কেউ

হাসি শেষে নীরবতা

বোঝেনা কেউ তো চিনলো না

খোঁজে না আমার কি ব্যাথা

চেনার মতো কেউ চিনলো না

এই আমাকে

---অদৃশ্য---

গান কখনও হারায় না যে

ঠিক থেকে যায় মনে

তোমার কথাও থেকে গেছে

নিবিড় সঙ্গোপনে

তারই মতো এখন আমার

ঝড়ের মতো বাঁচা

তোমায় দেখে সবার শেখা

গানের জীবন বাছা

সুখেরই পৃথিবী

সুখেরই অভিনয়

যতই আড়ালে রাখো

আসলে কেউ সূখী নয়

নিজ ভূবনে চির দূঃখী

আসলে কেউ সূখী নয়

নিজ ভূবনে চির দূঃখী

আসলে কেউ সূখী নয়

---অদৃশ্য---

একটা ছিল গানের মানুষ

বাঁচতো নিজের শর্তে

শব্দ ছোয়ায় হৃদয় দোলা

লাগিয়ে দিতো রক্তে

তারায় তারায় মিশেছে তার

শান্ত মুখচ্ছবি

আগুন ছোঁয়া শব্দ ঠোঁটে

হারাচ্ছে আজ সবই

তাকে কে বুঝেছে

খোঁজ রাখে কি তার

চেনার মতো চিনলো না কেউ

কি ভীষণ যন্ত্রণা

RΞZΛ_____________

المزيد من অবসকিউর

عرض الجميعlogo

قد يعجبك