huatong
huatong
avatar

Hoyto Konodin - Nazmul

আকাশ খানhuatong
AKASH🎧KHAN🎧BPMC🇧🇩huatong
الكلمات
التسجيلات
থাকতি যদি তুই রোজ আমার আকাশে

দেখতি এ মন কতটা তোকে ভালোবাসে

তোর দেয়া এই কষ্টগুলো ভোলা যাবে না

আর কখনও মন টা কারো নিজের হবে না

থাকতি যদি তুই রোজ আমার আকাশে

দেখতি এ মন কতটা তোকে ভালোবাসে

তোর দেয়া এই কষ্টগুলো ভোলা যাবে না

আর কখনও মন টা কারো নিজের হবে না

আসবো যেদিন একলা রাতে কখনও তোর মনে

তোর দোষেতেই কাঁদবি রে তুই নিজে গোপনে

আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই

তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই

আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই

তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই

প্রিয়া...... ও রে প্রিয়া..................

প্রিয়া...... ও রে প্রিয়া..................

প্রিয়া...... ও রে প্রিয়া..................

প্রিয়া...... ও রে প্রিয়া..................

ভাঙ্গলি কেনো বুক, তুই দিলি না রে সুখ

আর তবে কি পাবো না রে দেখতে তোর ঐ মুখ

নতুন করে রোজ কেনো আমায় হাসালি

হায়রে জীবন ভালোবাসা কেনো শিখালি

কোন অজানা ঝড়ে আমি সব হারিয়ে আছি

সেই বোঝে না আমায় যারে বড় ভালোবাসি

আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই

তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই

আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই

তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই

প্রিয়া...... ও রে প্রিয়া..................

প্রিয়া...... ও রে প্রিয়া..................

প্রিয়া...... ও রে প্রিয়া..................

প্রিয়া...... ও রে প্রিয়া..................

المزيد من আকাশ খান

عرض الجميعlogo

قد يعجبك