huatong
huatong
avatar

একটা ছিলাম ছিলাম ভালো

আতঙ্কhuatong
🎤atonka🎸huatong
الكلمات
التسجيلات
একা ছিলাম,ছিলাম ভালো,ছিল না তো জ্বালা

(atanka_singer)

একা ছিলাম,ছিলাম ভালো,ছিল না তো জ্বালা

তোমার সাথে প্রেম করিয়া-অন্তর হইলো কালা।

একা ছিলাম,ছিলাম ভালো,ছিল না তো জ্বালা

তোমার সাথে প্রেম করিয়া-অন্তর হইলো কালা।

ভোলা মন - কার দেখা পাইয়া,গেলা আমায় ভুলিয়া।

তুমি কার দেখা পাইয়া,গেলা আমায় ভুলিয়া।

বুঝি না এতো নিষ্ঠুর হলে.....

ভাষাইয়া আমার চোখের জলে,

বন্ধুরে..ভাষাইয়া আমার চোখের জলে।

ভাষাইয়া আমার চোখের জলে।

বন্ধুরে..ভাষাইয়া আমার চোখের জলে।

=upload -boy=

(atanka_singer)

(Bangla -karaoke)

নদীর ঘাটে গিয়ে তুমি শপথ

করেছিলে,ভুলিবেনা মোরে বন্ধু

এ জীবন ও গেলে

নদীর ঘাটে গিয়ে তুমি শপথ

করেছিলে,ভুলিবেনা মোরে বন্ধু

এ জীবন ও গেলে

ভোলা মন - কার দেখা পাইয়া,

গেলা শপথ ভুলিয়া,

তুমি - কার দেখা পাইয়া,

গেলা আমায় ভুলিয়া..

বুঝিনা এতো নিষ্ঠুর হলে....

ভাষাইয়া আমার চোখের জলে,

বন্ধুরে..ভাষাইয়া আমার চোখের

ভাষাইয়া আমার চোখের জলে,

বন্ধুরে..ভাষাইয়া আমার চোখের

=upload -boy=

(atanka_singer)

(Bangla -karaoke)

আগে যদি জানতাম আমি

হইবা তুমি নিঠুর....

ছাড়িতাম না এই জীবনে

হইতাম আমি কঠোর

আগে যদি জানতাম আমি

হইবা তুমি নিঠুর.

ছাড়িতাম না এই জীবনে

হইতাম আমি কঠোর

আমি কোনখানে যাব

গেলে তোমারে পব ?

আমি কোনখানে যাব

গেলে তোমারে পব ?

বুঝিনা এতো নিষ্ঠুর হলে....

ভাষাইয়া আমার চোখের জলে,

বন্ধুরে..ভাষাইয়া আমার চোখের

ভাষাইয়া আমার চোখের জলে,

বন্ধুরে..ভাষাইয়া আমার চোখের

(ধন্যবাদ)

(বাংলা কারাওকে )

المزيد من আতঙ্ক

عرض الجميعlogo

قد يعجبك

একটা ছিলাম ছিলাম ভালো لـ আতঙ্ক - الكلمات والمقاطع