huatong
huatong
avatar

Kokhono Gaja Kokhono Baba

আরমান আলিফhuatong
mr_shwarmahuatong
الكلمات
التسجيلات
কখনো গাজা কখনো বাবা

কখনো গাজা কখনো বাবা

কখনো গাজা কখনো বাবা

মদ ছাড়া তো চলে না

নেশা এখন নতুন জীবন

অতিতের কথা ভাবি না

কখনো গাজা কখনো বাবা

মদ ছাড়া তো চলে না

নেশা এখন নতুন জীবন

অতিতের কথা ভাবি না

যে তুমি আপন ছিলে

দুরে সরে গিয়েছো

অবুঝ এই হদয়টারে শূন্য করে দিয়েছো।

সার্থ খুজে বদলে গেছো

নেশা আপন করেছে

নেশা আজ তোমার মতো

আমায় নষ্ট করেছে

কখনো গাজা কখনো বাবা

কখনো গাজা কখনো বাবা

মদ ছাড়া তো চলে না

নেশা এখন আপন জীবন

অতিতের কথা ভাবি না

আমার গানে প্রতিটা সুরে

তোমায় আমি খুজে যাই

তুমি ছাড়া শূন্য লাগে

হদয়ের আঙিনায়

কর চোখে চোখে রেখে

অভিমান ভুলে যাও

ভালোবাসি বলে আজ

কার বুকেতে মাথা দাও

তোমায় কেনো পাইনা খুজে

আমার শহর টাই

কার শহরে আলো মাখ

আধার দিয়ে আমায়

কখনো গাজা কখনো বাবা

কখনো গাজা কখনো বাবা

মদ ছাড়া তো চলে না

নেশা এখন নতুন জীবন

অতিতের কথা ভাবি না

তোমার দেওয়া সৃতি ভুলতে

নেশার জীবন ধরেছি

তোমার সুখের হাসির জোয়ার,

আমার চোখে পানি

️ ️

কেমন করে তোমার সৃতি

ভুলে থাকতে পারি আমি

চাই না নেশা চাইনা তোমায়,

আধার ছেরে আলো চাই

তাইতো তোমায় ভুলতে আমি।

নেশার নৌকা বেয়ে যাই।

তুমি বেশ সুখে আছো

অন্য কারো পিনজ্ঞিরায়া

কখনো গাজা কখনো বাবা

কখনো গাজা কখনো বাবা

মদ ছাড়া তো চলে না

নেশা এখন নতুন জীবন

অতিতের কথা ভাবি না

এই আমি কেমন আমি যদি জানতাম

আমার মতো একটা তুমি খুজিয়া নিতাম

আমার মতো একটা তুমি খুজিয়া নিতাম

আমার মতো একটা তুমি খুজিয়া নিতাম

المزيد من আরমান আলিফ

عرض الجميعlogo

قد يعجبك