অপেক্ষা করুণ
পোড়া কাগজের মতো
আমার এই মনটা কে
পোড়া কাগজের মতো
আমার এই মনটা কে
পুড়ে পুড়ে করেছো ছা..ই.
আর কতো জ্বালাবে
আর কতো পোড়াবে
পোড়ানোর শেষ কি না..ই.
আর কতো জ্বালাবে
আর কতো পোড়াবে
পোড়ানোর শেষ কি না...ই.
গানটি ভালো লাগলে অবশ্যই
লাইক করতে ভুলবেন না।
অপেক্ষা করুণ
আর কতো প্রতিশোধ এভাবে নেবে
আর কতো দুঃখ আমাকে দেবে
অপেক্ষা করুণ
ওও.আর কতো প্রতিশোধ এভাবে নেবে
আর কতো দুঃখ আমাকে দেবে
একটাই অনুরোধ নিওনা প্রতিশোধ
একটাই অনুরোধ নিওনা প্রতিশোধ
একটু.. বাঁচতে চা..ই.
আর কতো জ্বালাবে
আর কতো পোড়াবে
পোড়ানোর শেষ কি না...ই.
আর কতো জ্বালাবে
আর কতো পোড়াবে
পোড়ানোর শেষ কি না...ই.
অপেক্ষা করুণ
কেনো হলে নিষ্টুর বলো একবার
কি এমন ক্ষতি করেছি তোমা..র
অপেক্ষা করুণ
ওও.কেনো হলে নিষ্টুর বলো একবার
কি এমন ক্ষতি করেছি তোমার
পারিনা কিছুতে এ আগুন নেভাতে
পারিনা কিছুতে এ আগুন নেভাতে
একা একা শুধু জ্বলে যা...ই.
আর কতো জ্বালাবে
আর কতো পোড়াবে
পোড়ানোর শেষ কি না...ই.
আর কতো জ্বালাবে
আর কতো পোড়াবে
পোড়ানোর শেষ কি না...ই.
পোড়া কাগজের মতো
আমার এই মনটা কে
পোড়া কাগজের মতো
আমার এই মনটা কে
পুড়ে পুড়ে করেছো ছা...ই.
আর কতো জ্বালাবে
আর কতো পোড়াবে
পোড়ানোর শেষ কি না...ই.
আর কতো জ্বালাবে
আর কতো পোড়াবে
পোড়ানোর শেষ কি না...ই.
ধন্যবাদ