huatong
huatong
avatar

জীবনের বড় পরাজয়

আসিফhuatong
omni4uhuatong
الكلمات
التسجيلات
.

.

.

.

জীবনের বড় পরাজয়

মন দিলে জ্বলা পেতে হয়

জীবনের বড় পরাজয়

মন দিলে জ্বলা পেতে হয়

কান্না হাসির দুনিয়ায়

আসলেই সবি অভিনয়

জীবনের বড় পরাজয়

মন দিলে জ্বলা পেতে হয়

জীবনের বড় পরাজয়

মন দিলে জ্বলা পেতে হয়

.

মারূফ পারভেজ

.

সব কিছু চোখ মেলে মেনে নেয়া যায়

ছলনা মেনে নেয়া যায়না

জীবন চলার পথে বাঁধা যদি আসে

থাকেনা আর কেউ থাকেনা পাঁশে

সব কিছু চোখ মেলে মেনে নেয়া যায়

ছলনা মেনে নেয়া যায়না

জীবন চলার পথে বাঁধা যদি আসে

থাকেনা আর কেউ থাকেনা পাঁশে

যায় যায় দিন চলে যায়

কত যে ব্যাথা বুকে জমা হয়ে রয়

জীবনের বড় পরাজয়

মন দিলে জ্বলা পেতে হয়

জীবনের বড় পরাজয়

মন দিলে জ্বলা পেতে হয়

.

.

মন যদি ভেঙ্গে যায় বেদনার ঝড়ে

কত কথা স্মৃতি মনে পড়ে

চির দিন থাকবেনা কোনই কিছু

ভালবাসা ছাড়া আর অন্য কিছু

মন যদি ভেঙ্গে যায় বেদনার ঝড়ে

কত কথা স্মৃতি মনে পড়ে

চির দিন থাকবেনা কোনই কিছু

ভালবাসা ছাড়া আর অন্য কিছু

যতদিন থাকবে পৃথিবী

ততদিন বেঁচে থাকা হয়ে জানি দায়

জীবনের বড় পরাজয়

মন দিলে জ্বলা পেতে হয়

জীবনের বড় পরাজয়

মন দিলে জ্বলা পেতে হয়

কান্না হাসির দুনিয়ায়

আসলেই সবি অভিনয়

জীবনের বড় পরাজয়

মন দিলে জ্বলা পেতে হয়

জীবনের বড় পরাজয়

মন দিলে জ্বলা পেতে হয়

......... END .......

المزيد من আসিফ

عرض الجميعlogo

قد يعجبك

জীবনের বড় পরাজয় لـ আসিফ - الكلمات والمقاطع