====K-S-A====
====?====
কেমনে,বলিবো রে বন্ধু
কেমনে,বলিবো রে বন্ধু
অন্তর পুরে কয়লা...
আপন মানুষ,দুঃখ দিলে
যায় কি মূখে বলা রে
আপন মানুষ,দুঃখ দিলে
যায় কি মূখে বলা।
====?====
যতন কইরা বুক পিঞ্জরে.
ও আমি যতন কইরা বুক পিঞ্জরে
রাইখা ছিলাম যারে...এ
বিনা দোষে করলো রে দোষি
কান্দাইলো আমারে রে...এ
কান্দাইলো আমারে
ও আমি কেমনে বলিবো রে বন্ধু
অন্তর পুরে কয়লা...
আপন মানুষ,দুঃখ দিলে
যায় কি মূখে বলা রে
আপন মানুষ,দুঃখ দিলে
যায় কি মূখে বলা.../
====?====
ওরে সে ছাড়া কেই নাই রে আপন
ওরে সে ছাড়া কেই নাই রে আপন
জগত ও সংসারে ...এ
তার বিহনে রুহু আমার,
তারপাইয়া মরে রে...এ
তারপাইয়া মরে...
ও আমি কেমনে বলিবো রে বন্ধু
অন্তর পুরে কয়লা...
আপন মানুষ,দুঃখ দিলে
যায় কি মূখে বলা রে
আপন মানুষ,দুঃখ দিলে
যায় কি মূখে বলা
===?===