huatong
huatong
avatar

এ জীবনে তুমি ওগো এলে/A jibone tume ogo ele by ইমরান

ইমরান/এন্ড্রুকিশোরhuatong
62097144082huatong
الكلمات
التسجيلات
গরিবের বউ

সুর সাবিনা ও হাদি

M I Khan media

F- এ জীবনে তুমি ওগো এলে

হাসি আর গানে ভরে দিলে

কতনা আবেসে ভালোবেসে

এতো কাছে টেনে নিলে।

M- এ জীবনে তুমি ওগো এলে

হাসি আর গানে ভরে দিলে

কতনা আবেসে ভালোবেসে

এতো কাছে টেনে নিলে।

M+F- এ জীবনে তুমি ওগো এলে।।

New upload song

M I Khan media

F- তোমাকে ছাড়া যেনো...

কোনো কিছু বোঝেনা এ মন,

M- তোমাকে যত দেখি.....

হয়ে ওঠো আরও আপন।।

F- আমারি আছো তুমি,চিরদিনি থেকো আমার

M- মুছে দিও সকল আধার,হ্রদয়েরী আলো জ্বেলে।।

F-এ জীবনে তুমি ওগো এলে

হাসি আর গানে ভরে দিলে

M-কতনা আবেসে ভালোবেসে

এতো কাছে টেনে নিলে।

M+F- এ জীবনে তুমি ওগো এলে।।

Don't copy please

আপলোড অফুরন্ত আবেগ

M- এ বুকে যত কথা....

নীরবতা ভেঙ্গে দিয়ে যায়.....

F- তোমারি অনুরাগে.....

এ হ্রদয় রাঙ্গা হতে চায়।

M- অচেনা পথে যেতে,পাশে থেকো সাথী আমার

F- এ ভুবনে নেইতো চাওয়ার শুধু তোমায় কাছে পেলে।।

M- এ জীবনে তুমি ওগো এলে

হাসি আর গানে ভরে দিলে

F- কতনা আবেসে ভালোবেসে

এতো কাছে টেনে নিলে।

M+F- এ জীবনে তুমি ওগো এলে।।

المزيد من ইমরান/এন্ড্রুকিশোর

عرض الجميعlogo

قد يعجبك