huatong
huatong
avatar

মোস্তফা আহমদ তোমায় লাখো সালাম

ইসলামী সংগীতhuatong
mzree30huatong
الكلمات
التسجيلات
মোস্তফা আহমদ তোমায় লাখো সালাম

ইসলামী সংগীত

আপলোড বাই মোঃ আল আমিন

বিসমিল্লাহির রাহমানির রাহীম

মোস্তফা আহমদ তোমায় লাখো সালাম

তুমি হলে সবার সেরা নবীয়ে আকরাম

মোস্তফা আহমদ তোমায় লাখো সালাম

তুমি হলে সবার সেরা নবীয়ে আকরাম

মোস্তফা আহমদ তোমায় লাখো সালাম

তোমার রওজা মোবারক যাই কেমনে

ঘোমের ঘোরে এসে দেখা দাও স্বপনে

তোমার রওজা মোবারক যাই কেমনে

ঘোমের ঘোরে এসে দেখা দাও স্বপনে

তুমার সানে,তোমার সানে দুরুদ পড়ে

সৃষ্টি তামাম,তুমি হলে,তুমি হলে সবার

সেরা নবীয়ে আকরাম

মোস্তফা আহমদ তোমায় লাখো সালাম

নবী তোমার সৃতি ঘেড়া ওহুদের ময়দান

দ্বীনের লাগি শহিদ হলো তোমারী দানদান

নবী তোমার সৃতি ঘেড়া ওহুদের ময়দান

দ্বীনের লাগি শহিদ হলো তোমারী দানদান

তোমার ত্যাগে,তোমার ত্যাগে শ্রমে মোরা

পেয়েছি ইসলাম, তুমি হলে,তুমি হলে

সবার সেরা নবীয়ে আকরাম

মোস্তফা আহমদ তোমায় লাখো সালাম

দ্বীনের প্রচার করতে কারা দিলোনা তোমায়

খোদার হুকুম পেয়ে তুমি গেলে মদিনায়

দ্বীনের প্রচার করতে কারা দিলোনা তোমায়

খোদার হুকুম পেয়ে তুমি গেলে মদিনায়

তোমায় দেখে,তোমায় দেখে দলে দলে

আনিলো ঈমান,তুমি হলে,তুমি হলে

সবার সেরা নবীয়ে আকরাম

মোস্তফা আহমদ তোমায় লাখো সালাম

তুমি হলে,তুমি হলে সবার সেরা

নবীয়ে আকরাম,মোস্তফা আহমদ তোমায়

লাখো সালাম

আল্লাহ হাফেজ

المزيد من ইসলামী সংগীত

عرض الجميعlogo

قد يعجبك

মোস্তফা আহমদ তোমায় লাখো সালাম لـ ইসলামী সংগীত - الكلمات والمقاطع