huatong
huatong
avatar

তুমি মোর জীবনের ভাবনা

এন্ড্রু কিশোর ও কনকচাঁপা/আনন্দ অশ্রুhuatong
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛huatong
الكلمات
التسجيلات
ছেলেঃ তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ে সুখের দোলা

তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ে সুখের দোলা

নিজেকে আমি ভুলতে পারি

তোমাকে যাবে না ভোলা....

মেয়েঃ তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ে সুখের দোলা

-==আপলোড বাই মজিবুর==-

ছেলেঃ হাজার তারের বীণা তুমি

তুমি সুরের ঝংকার

মেয়েঃ তুমি আমার আষাঢ়-শ্রাবণ

তুমি বসন্ত বাহার

ছেলেঃ রাগ-রাগিনীর ফুল-কলিতে

কন্ঠে পড়াবো মালা...

মেয়েঃ তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ে সুখের দোলা

-==আপলোড বাই মজিবুর==-

ছেলেঃ তোমায় নিয়ে লেখা যেন

সারা পৃথিবীর গান

মেয়েঃ প্রথম প্রেমের ছোঁয়া তুমি

তুমি যে মান-অভিমান

ছেলেঃ সব কবিতার ছন্দ তুমি

দুঃখ সুখেরই ভেলা...

মেয়েঃ তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ে সুখের দোলা

তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ে সুখের দোলা

ছেলেঃ নিজেকে আমি ভুলতে পারি

তোমাকে যাবে না ভোলা....

মেয়েঃ তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ে সুখের দোলা

ছেলেঃ তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ে সুখের দোলা

মেয়েঃ হুম..হুম..হুম..হুম..হুম

লা লা লা লা লা লা

====ধন্যবাদ====

المزيد من এন্ড্রু কিশোর ও কনকচাঁপা/আনন্দ অশ্রু

عرض الجميعlogo

قد يعجبك