huatong
huatong
--cover-image

তুই যদি চিনতি আমায় পরাণের পাখি

এস আই টুটুলhuatong
godshearthuatong
الكلمات
التسجيلات
তুই যদি চিনতি আমায় পরাণের পাখি

তোরে লিখে দিতাম আমার এ দুটি আখি…

তুই যদি চিনতি আমায় পরাণের পাখি

তোরে লিখে দিতাম আমার এ দুটি আঁখি…

ভালো যদি বাস'তি আমায়,

দেখতিস কি আদরে রাখি

ভালো যদি বাস'তি আমায়,

দেখতিস কি আদরে রাখি…

তুই যদি চিনতি আমায় পরাণের পাখি

তোরে লিখে দিতাম আমার এ'দুটি আঁখি……

তুই ছাড়া ত্রিভূবনে আর কেউ নাই…

তুই ছাড়া ত্রিভূবনে আর কেউ নাই…

আমি তোকে আমার সাড়া জনম দিতে চাই

তুই যদি পরাণ আমার রাখিতিস বাধি…

তোরে লিখে দিতাম আমার এ দু'টি আঁখি

ভাল যদি বাসতি আমায়,

দেখতিস কি আদরে রাখি

আমি ডাকি তুই পাখি, থাকিস না দূরে.

আমি ডাকি তুই পাখি থাকিস না দূরে

আমার এ জীবনটা চলে তোর অনুসারে…

তুই যদি বলিস আমায় প্রেম অপরাধী

তোরে লিখে দিতাম আমার এ'দুটি আঁখি…

ভাল যদি বাস'তি আমায়,

দেখতিস কি আদরে রাখি…

তুই যদি চিনতি আমায় পরাণের পাখি…

তোরে লিখে দিতাম আমার এ দুটি আঁখি…

তুই যদি চিনতি আমায় পরাণের পাখি

তোরে লিখে দিতাম আমার এ দুটি আঁখি

ভাল যদি বাস'তি আমায়,

দেখতিস কি আদরে রাখি…

ভাল যদি বাস'তি আমায়

দেখতিস কি আদরে রাখি……

তুই যদি চিনতি আমায় পরাণের পাখি

তোরে লিখে দিতাম আমার এ দুটি আখি……

المزيد من এস আই টুটুল

عرض الجميعlogo

قد يعجبك