huatong
huatong
avatar

Tomar Pothe Tumi Jao

কুমার শানু/বেবি নাজনীন/শেষ রক্ষাhuatong
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛huatong
الكلمات
التسجيلات
ছেলেঃ তোমার পথে তুমি যাও

আমার পথে আমি যাই

তোমার আমার কোন সম্পর্ক নাই

তোমার আমার কোন সম্পর্ক নাই

তোমার পথে তুমি যাও

আমার পথে আমি যাই

তোমার আমার কোন সম্পর্ক নাই

তোমার আমার কোন সম্পর্ক নাই

হোক না তোমার চোখ ডাগর ডোগর

ঐ চোখে দেবো না তো আমি নজর

মেয়েঃ সত্যি যদি হও রসিক পুরুষ

রুপ দেখে রূপসীর হবেই বেহুশ

ছেলেঃ রাঙ্গা রাঙ্গা গোলাপি ঠোঁটে

মধুর মধুর হাসি দেখতে না চাই

তোমার পথে তুমি যাও

আমার পথে আমি যাই

তোমার আমার কোন সম্পর্ক নাই

তোমার আমার কোন সম্পর্ক নাই

মেয়েঃ মনটা নিয়ে যাও পুরোপুরি

যায়না তো দেওয়া তারে দুভাগ করি

ছেলেঃ ও শর্ত দিয়ে মন নিতে পারি

হয় না কভু যেন ছাড়াছাড়ি

মেয়েঃ সাথী সাথী তোমারি আমি

গোপন গোপন কথা বলতে যে চাই

আমার সাথে তুমি যাও

তোমার সাথে আমি যাই

তোমার আমার কোন শত্রুতা নাই

তোমার আমার কোন শত্রুতা নাই

আমার সাথে তুমি যাও

তোমার সাথে আমি যাই

তোমার আমার কোন শত্রুতা নাই

তোমার আমার কোন শত্রুতা নাই।

المزيد من কুমার শানু/বেবি নাজনীন/শেষ রক্ষা

عرض الجميعlogo

قد يعجبك