huatong
huatong
avatar

ভালবাসার সাধ পূর্ণ তো হয়না

কুমার শানু/মিতালী মুখার্জী/Soniahuatong
࿐᭄☣..RIPON..☣᭄࿐🇧🇩huatong
الكلمات
التسجيلات
ভালোবাসার সাধ পূর্ণ হয় না

কণ্ঠশিল্পী: মিতালী মুখার্জী ও কুমার শানু

ট্রাক তৈরি: Music ME Entertainment

আপলোড: রিপন আহমেদ

লিরিক্স সংগ্রহ : মাহি

*******************

ভালোবাসার সাধ পূর্ণ তো হয় না

কারো কোন দিন ,

ভালোবাসার সাধ পূর্ণ তো হয় না

কারো কোন দিন।

একটি জনমের শোধ করা যায় না

তোমার প্রেমের এই ঋণ,,,,,,,

ভালোবাসার সাধ পূর্ণ তো হয় না

কারো কোন দিন,

************"*"

আপলোডা-রিপন আহমেদ*

লিরিক্স সংগ্রহ : মাহি *

************

এ জীবন যেন এক স্বপ্নের ঘোর

সাজাতে সাজাতে হয়ে যায় ভোর,

-----------

তবুও যেটুকু সময় পাবো

শত জনমের প্রেম দিয়ে যাব।

প্রেমের সাগরে দুই ফোটা জল হয়ে

হব দুজনে বিলীন,,,,,,

ভালোবাসার সাধ পূর্ণ তো হয় না

কারো কোন দিন,

ভালোবাসার সাধ পূর্ণ তো হয় না

কারো কোন দিন।

***********"*"

আপলোডা-রিপন আহমেদ

লিরিক্স সংগ্রহ : মাহি *

************

পলাতক সময় কে থামিয়ে দিয়ে

জনম ও জনম রোবো তোমাকে নিয়ে।

----------

তোমারি দুহাতে জগৎ আমার

তুমি ছাড়া কিছুই চাই না তো আর।

প্রেমের আবিরে দুই ফোটা রং হয়ে

হবো দুজনে রঙিন,,,,,

ভালোবাসার সাধ পূর্ণ তো হয় না

কারো কোন দিন,

#########*######

المزيد من কুমার শানু/মিতালী মুখার্জী/Sonia

عرض الجميعlogo

قد يعجبك