huatong
huatong
avatar

নিঝুমপুরের রাজকন্যের ঘুম এলো চোখে/Rifat-LRB

কুমার শানু।huatong
🇧🇩Rifat-LRB☔G🅱️☔huatong
الكلمات
التسجيلات
শিরোনাম:- নিঝুমপুরে রাজকন্যের ঘুম এলো চোখে।

শিল্পী:- কুমার শানু।

⫸=====Rifat=====⫷

নিঝুমপুরের রাজকন্যের ঘুম এলো চোখে

সোনার কাটির পরশ তখন ছোঁয়ালো কে

পক্ষীরাজের শাওয়ার তখন কে সে এলো

গল্প বলো মাগো আমায় গল্প বলো

আমায় গল্প বলো মাগো আমায় গল্প বলো

নিঝুমপুরের রাজকন্যের ঘুম এলো চোখে

সোনার কাটির পরশ তখন ছোঁয়ালো কে

পক্ষীরাজের শাওয়ার তখন কে সে এলো

গল্প বলো মাগো আমায় গল্প বলো

আমায় গল্প বলো মাগো আমায় গল্প বলো

অচিনপুরের রাজার কুমার পক্ষীরাজে

তেপান্তরের মাঠ পেরিয়ে বীরের সাজে

অচিনপুরের রাজার কুমার পক্ষীরাজে

তেপান্তরের মাঠ পেরিয়ে বীরের সাজে

থামল কেন বলনা মাগো কিসের মাঝে

সোনার কাঠি রুপার কাটি খুঁজে পেল

গল্প বলো মাগো আমায় গল্প বলো

আমায় গল্প বলো মাগো আমায় গল্প বলো

কুচবরণ রাজকন্যের কালো বরণ কেশ

হাসিতে যারমুক্ত ঝরে শুনতে লাগে বেশ

কুচবরণ রাজকন্যের কালো বরণ কেশ

হাসিতে যারমুক্ত ঝরে শুনতে লাগে বেশ

সাঁঝের বেলায় টাপুর টুপুর বৃষ্টি পড়ে

থাকতে ভালো লাগে কি মা বদ্ধ ঘরে

সাঁঝের বেলায় টাপুর টুপুর বৃষ্টি পড়ে

থাকতে ভালো লাগে কি মা বদ্ধ ঘরে

বলনা মাগো রাজপুত্তুর কেমন করে

প্রাসাদপুরের জীবন টিয়া খুঁজে পেল

গল্প বলো মাগো আমায় গল্প বলো

আমায় গল্প বলো মাগো আমায় গল্প বলো

নিঝুমপুরের রাজকন্যের ঘুম এলো চোখে

সোনার কাটির পরশ তখন ছোঁয়ালো কে

পক্ষীরাজের শাওয়ার তখন কে সে এলো

গল্প বলো মাগো আমায় গল্প বলো

আমায় গল্প বলো মাগো আমায় গল্প বলো

⫸=ধন্যবাদ=⫷

المزيد من কুমার শানু।

عرض الجميعlogo

قد يعجبك