huatong
huatong
avatar

Tomar Samudra/তোমার সমুদ্র/Rifat-LRB

কুমার শানু।huatong
🇧🇩Rifat-LRB☔G🅱️☔huatong
الكلمات
التسجيلات
শিরোনাম:- তোমার সমুদ্র কত না বড়।

অ্যালবাম:- ভালোবাসার গল্প।

কথা:- পুলক বন্দ্যোপাধ্যায়।

সুর:- কুমার শানু।

শিল্পী:- কুমার শানু।

⫸=====Rifat=====⫷

তোমার সমুদ্র কত না বড়ও

তোমার সমুদ্র কত না বড়ও

কত ছোট খেয়া যে আমার

তবু বাইছি আমি

তবু বাইছি আমি

তবু বাইছি আমি

তবু বাইছি আমি

তোমার অজস্র সুরেরই খেলা

তোমার অজস্র সুরেরই খেলা

এতটুকু কণ্ঠ আমার

তবু গাইছি আমি

তবু গাইছি আমি

তবু গাইছি আমি

তবু গাইছি আমি

Presented By GAANBRISTY FAMILY-Room-897627

ও ও ও ও ও ও

কতকিছু আমাকে দেখাও

রঙে রঙে কত কী সাজাও

⫸=====Rifat=====⫷

ও~কতকিছু আমাকে দেখাও

রঙে রঙে কত কী সাজাও

তোমার অসংখ্য ছবির মেলা

তোমার অসংখ্য ছবির মেলা

শুধু দু'টি আঁখি যে আমার

তবু চাইছি আমি

তবু চাইছি আমি

তবু চাইছি আমি

তবু চাইছি আমি

Presented By GAANBRISTY FAMILY-Room-897627

ও ও ও ও ও ও

এত হাসি এত কান্নার

জায়গা তো নেই ধরে রাখবার

⫸=====Rifat=====⫷

ও~এত হাসি এত কান্নার

জায়গা তো নেই ধরে রাখবার

তোমার অনন্ত গানের নেশা

তোমার অনন্ত গানের নেশা

ভালোবাসা একটু তোমার

শুধু চাইছি আমি

শুধু চাইছি আমি

শুধু চাইছি আমি

শুধু চাইছি আমি

তোমার সমুদ্র কত না বড়ও

তোমার সমুদ্র কত না বড়ও

কত ছোট খেয়া যে আমার

তবু বাইছি আমি

তবু বাইছি আমি

তবু বাইছি আমি

তবু বাইছি আমি

তবু গাইছি আমি

তবু গাইছি আমি

তবু চাইছি আমি

তবু চাইছি আমি

⫸=ধন্যবাদ=⫷

المزيد من কুমার শানু।

عرض الجميعlogo

قد يعجبك