huatong
huatong
avatar

তোমার আগে আর কেউ নেই

কুমার সানুhuatong
এমএসরেজাhuatong
الكلمات
التسجيلات
তোমার আগে আর কেউ নেই

শিল্পী :কুমার সানু।

Uploaded by M.S.Reza

*************

তোমার আগে আর কেউ নেই

তোমার পরেও আর কেউ নেই!

যেখানেই যাই যে দিকে তাকাই

শুধু তুমি শুধু তুমি

আমি আশিক তুমি প্রিয়া ,

আমি আশিক তুমি প্রিয়া

তোমার আগে আর কেউ নেই

তোমার পরেও আর কেউ নেই!

Uploaded by M.S.Reza

কি করে বোঝাই , এ জালা কেমন

কিসের আগুনে পুড়ে মরে মন,

কি করে বোঝাই , এ জালা কেমন

কিসের আগুনে পুড়ে মরে মন,।

প্রাণের ছাই মুঠি ভরে তাই

দিতে চাই তোমাকে,

আমি আশিক তুমি প্রিয়া ,

আমি আশিক তুমি প্রিয়া

তোমার আগে আর কেউ নেই

তোমার পরেও আর কেউ নেই!

Uploaded by M.S.Reza

সব ফুল কি মালা হতে পারে,

ঝরে কত ফুল পথের ধারে

সব ফুল কি মালা হতে পারে,

ঝরে কত ফুল পথের ধারে।।

আমারও এ প্রেম পথেই না হয়

ঝরে গেল নিরবে ,

আমি আশিক তুমি প্রিয়া ,

আমি আশিক তুমি প্রিয়া

তোমার আগে আর কেউ নেই

তোমার পরেও আর কেউ নেই!

যেখানেই যাই যে দিকে তাকাই

শুধু তুমি শুধু তুমি

আমি আশিক তুমি প্রিয়া ,

আমি আশিক তুমি প্রিয়া

M.S.Reza

المزيد من কুমার সানু

عرض الجميعlogo

قد يعجبك