huatong
huatong
avatar

ভালবাসো আর নাইবা বাসো

কুমার সানুhuatong
northrupkhuatong
الكلمات
التسجيلات
গানঃ ভালোবাসো আর নাইবা বাসো

Choice by ONAMIKA YO YO

ভালোবাসো আর নাইবা বাসো

আমি তোমায় ভালোবেসে যাবো

ভালোবাসো আর নাইবা বাসো

আমি তোমায় ভালোবেসে যাবো

যতই দূরে থাকো তুমি

আমি তোমার কাছে রবো

ভালোবাসো আর নাইবা বাসো

আমি তোমায় ভালোবেসে যাবো

Follow Me

Choice by ONAMIKA YO YO

ও... দুটি চোখে যদি,নদী বয়ে যায়

এ হৃদয় যদি পাথর হয়ে যায়

দুটি চোখে যদি নদী বয়ে যায়

এ হৃদয় যদি পাথর হয়ে যায়

তবু এই হৃদয়ের শিশ মহলেও

তোমাকে যতনে আমি রাখবো

ভালোবাসো আর নাইবা বাসো

আমি তোমায় ভালোবেসে যাবো

Follow Me

Choice by ONAMIKA YO YO

ও... জানি ওগো তুমি বুঝেছো যে ভূল

আমি দেই সেই ভূলের মাশুল

জানি ওগো তুমি বুঝেছো যে ভূল

আমি দেই সেই ভূলের মাশুল

তুমি ফিরে এসো ভুল ভাংলেই

তোমারই আশাতে আমি থাকবো

ভালোবাসো আর নাইবা বাসো

আমি তোমায় ভালোবেসে যাবো

যতই দূরে থাকো তুমি

আমি তোমার কাছে রবো

ভালোবাসো আর নাইবা বাসো

আমি তোমায় ভালোবেসে যাবো

আমি তোমায় ভালোবেসে যাবো

ধন্যবাদ

المزيد من কুমার সানু

عرض الجميعlogo

قد يعجبك