huatong
huatong
-amar-moto-eto-shukhi-ll-cover-image

Amar Moto Eto Shukhi ll আমার মত এত সুখি

খালিদ হাসান মিলুhuatong
AzaMBasharhuatong
الكلمات
التسجيلات
ll

আমার মতো এতো সুখি

নয়তো কারো জীবন

কি আদর স্নেহ ভালোবাসায়

জড়ানো মায়ার বাধন

জানি এ বাঁধন ছিঁড়ে গেলে কভু

আসবে আমার মরন

আমার মতো এতো সুখি

নয়তো কারো জীবন

নয়তো কারো জীবন

Follow Me AzaMBashar

বুকে ধরে যতো ফুল ফোটালাম

সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম

ভাগ্যের পরিহাস এরি নাম

বুকে ধরে যতো ফুল ফোটালাম

সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম

ভাগ্যের পরিহাস এরি নাম

কেন নিয়তির কাছে বারে বারে

হেরে যায় মানুষ এমন

আমার মতো এতো সুখি

নয়তো কারো জীবন

নয়তো কারো জীবন

Follow Me AzaMBashar

চারিদিকে নিরাশার বালুচর

কি আশায় বেঁধেছি এ খেলাঘর

স্বপ্ন ভেঙ্গে দিতে এলো ঝড়

চারিদিকে নিরাশার বালুচর

কি আশায় বেঁধেছি এ খেলাঘর

স্বপ্ন ভেঙ্গে দিতে এলো ঝড়

কেন মমতার টানে কেঁদে মরে

বেদনার কথা এখন

আমার মতো এতো সুখি

নয়তো কারো জীবন

কি আদর স্নেহ ভালোবাসায়

জড়ানো মায়ার বাধন

জড়ানো মায়ার বাঁধন

Follow Me AzaMBashar

المزيد من খালিদ হাসান মিলু

عرض الجميعlogo

قد يعجبك