huatong
huatong
avatar

প্রাণের রাধার কোন ঠিকানা

জটিলেশ্বর মুখোপাধ্যায়huatong
62186931046huatong
الكلمات
التسجيلات
শিল্পী -জটিলেশ্বর মুখোপাধ্যায়

-------------------

প্রাণের রাধার কোন ঠিকানা...

কোন ভুবনে কোন ভবনে...

বলতে পারে কোন সজনী কোন সজনে,

প্রাণের রাধার কোন ঠিকানা...

কোন ভুবনে কোন ভবনে...

বলতে পারে কোন সজনী কোন সজনে,

-----------------

ঘুরে দেশে দেশান্তরে..

এলাম শেষে তেপান্তরে..

ঘুরে দেশে দেশান্তরে..

এলাম শেষে তেপান্তরে..

রাধার দিশে পেলাম নারে

শুধাইলাম জনে জনে,

প্রাণের রাধার কোন ঠিকানা...

কোন ভুবনে কোন ভবনে...

বলতে পারে কোন সজনী কোন সজনে।

হায় কি তারে পাবো নাকো..

দিশেহারা এই জীবনে...

হায় কি তারে পাবো নাকো..

দিশেহারা এই জীবনে...

মনের চকর কেঁদে মলো,

হায় চাঁদ উঠেছে কোন গগনে,

প্রাণের কথার লিখন গুলি..

লিখে নিয়ে রাখি তুলি,

প্রাণের কথার লিখন গুলি..

লিখে নিয়ে রাখি তুলি,

ডাকঘরে হায় নিলে নাকো

ফিরে দিলে ডাক পিওনে,

ডাকঘরে হায় নিলে নাকো

ফিরিয়ে দিলে ডাক পিওনে,

প্রাণের রাধার কোন ঠিকানা...

কোন ভুবনে কোন ভবনে...

বলতে পারে কোন সজনী কোন সজনে ,

-সমাপ্ত -

المزيد من জটিলেশ্বর মুখোপাধ্যায়

عرض الجميعlogo

قد يعجبك