huatong
huatong
avatar

খুদারো প্রেমের শরাব পিয়ে হায়।

নজরুল ইসলাম।huatong
💓💚💙ইসলামেরসৈনিক❤️💙💓huatong
الكلمات
التسجيلات
?বিসমিল্লাহির রহমানির রহিম ?

খোদার প্রেমের, শরাব পিয়ে

বেহুঁশ হয়ে রই পড়ে হায়

ছেড়ে মসজিদ আমার মুর্শিদ

এল যে এই পথ ধরে হায়

খোদার প্রেমের, শরাব পিয়ে,

বেহুশ হয়ে রই পড়ে হায়,

ছেড়ে মসজিদ, আমার মুর্শিদ

এল যে এই পথ ধরে হায়,

খুদার প্রেমের, শরাব-- পিয়ে।

?আপলুড নজরুল ইসলাম ?

দুনিয়াদারীর, শেষে আমার

নামাজ রোজার বদলাতে--

দুনিয়াদারীর, শেষে আমার

নামাজ রোজার, বদলাতে

চাই না বেহেশত, খোদার কাছে,

চাই না বেহেশত খোদার কাছে,

চাই না বেহেশত, খোদার কাছে,

নিত্য মোনাজাত করে হায়,

খোদার প্রেমের, শরাব --পিয়ে,

আল্লাহু----- আল্লাহ ----

লা- পরওয়ারদিগার --

?আপলোড নজরুল ইসলাম ?

কায়েস যেমন, লায়লী লাগি’

লভিল মজনু খেতাব,

যেমন ফরহাদ শিরীর প্রেমে

হ’ল দিওয়া, না বেতাব,

কায়েস যেমন লায়লী লাগে

লভিল মজনু খেতাব,

যেমন ফরহাদ,শিরীর প্রেমে

হল দিওয়ানা বেতাব,

বে-খুদীতে মশগুল আমি

বে-খুদীতে মশগুল আমি

তেমনি মোর খোদার তরে হায়

খোদার প্রেমের শরাব পিয়ে

বেহুঁশ হয়ে রই পড়ে হায়

ছেড়ে মসজিদ আমার মুর্শিদ

এল যে এই পথ ধরে হায়

খোদার প্রেমের শরাব পিয়ে।।

? ধন্যবাদ ?

المزيد من নজরুল ইসলাম।

عرض الجميعlogo

قد يعجبك