huatong
huatong
--cover-image

আমার গানের মালা আমি করব কারে দান।

নজরুল গীতিhuatong
patrickwaszhuatong
الكلمات
التسجيلات
“আমার গানের মালা আমি করবো কারে দান

নজরুল সংগীত(অনুপ ঘোষাল)

আমার গানের মালা,

আমি করবো কারে দান.,

আমার গানের মালা,

আমি করবো কারে দান..,

মালার ফুলে,জড়িয়ে আছে,

করুন অভিমান,

আমার গানের মালা,

আমি করবো কারে দান।

চোখে মলিন,কাজল লেখা,

কন্ঠে কাঁদে কুহু কেকা.,

চোখে মলিন,কাজল লেখা,

কন্ঠে কাঁদে কুহু কেকা.,

কপোলে যার অশ্রু রেখা,

একা যাহার প্রান,

আমার গানের মালা,

আমি করবো কারে দান।

শাঁখায় ছিল,কাঁটার বেদন,

মালায় শুচির জ্বালা,

কন্ঠে দিতে,সাহস না পাই,

অভিশাপের মালা,

শাঁখায় ছিল,কাঁটার বেদন,

মালায় শুচির জ্বালা,

কন্ঠে দিতে,সাহস না পাই,

অভিশাপের মালা.,

বিরহে যার,প্রেম আরতি,

আঁধার লোকের অরুন্ধুতী,

বিরহে যার,প্রেম আরতি,

আঁধার লোকের অরুন্ধুতি.,

নাম না জানা সেই তপতি,

তার তরে এই গান,

আমার গানের মালা,

আমি করবো কারে দান,

মালার ফুলে,জড়িয়ে আছে,

করুন অভিমান,

আমার গানের মালা,

আমি করবো কারে দান।

المزيد من নজরুল গীতি

عرض الجميعlogo

قد يعجبك