শিরোনামঃ নদীর ওপারে বন্ধুয়ার বাড়ি
ফজলুর রহমান বাবু
পানিতে ভাসে সারা গাও,,
নদীরও পানি নাচিয়া ওঠে--
লাগিয়া পুবালী বাও,,,,
ওরে লাগিয়া পুবালি বাও,,,,
নদীরও ওপারে বন্ধুয়ার বাড়ি,,,,
পানিতে ভাসে সারা গাও,,
নদীরও পানি নাচিয়া ওঠে,,
লাগিয়া পুবালী বাও,,,,
ওরে লাগিয়া পুবালি বাও,,,
গহিন ও জলে শেওলা ভাসে,,
বন্ধু ভাসে মনে,,,,,,
নদিরও পানি বাড়ে আমার চোখেরও গরিশনে,,,
গহিন ও জলে শেওলা ভাসে,,
বন্ধু ভাসে মনে,,,,,,
নদিরও পানি বাড়ে আমার চোখেরও গরিশনে,,,
আমি সাঁতার না জানি,,
না জানি বাইতে নাও,,,,
কেমনে যাব বন্ধুয়ার বাড়ি,,,
ওমাঝি আমায় লইয়া যাও,,,
ও মাঝি আমায় লইয়া যাও,,,
গভীরও রাতে জলে ধোয়া,,
নিশীনাথের মুখ,,
অন্তর জুড়াই দেইখ্যা তারে,,,,
খুজে পাইরে সুখ,,,,
গভীরও রাতে জলে ধোয়া,,
নিশীনাথের মুখ,,
অন্তর জুড়াই দেইখ্যা তারে,,,,
খুজে পাইরে সুখ,,,,
তুমি যদি নাহ আস
না যদি দেখা দাও,,,,
নদীতে আমি ডুবিয়া মরি
তুমি কি মনে প্রাণে চাও,,,,
ওরে তুমি কি মনে প্রাণে চাও,,,,
নদীরও ওপারে বন্ধুয়ার বাড়ি,,,,
পানিতে ভাসে সারা গাও,,
নদীরও পানি নাচিয়া ওঠে--
লাগিয়া পুবালী বাও,,,,
ওরে লাগিয়া পুবালি বাও,,,,
নদীরও ওপারে বন্ধুয়ার বাড়ি,,,,
পানিতে ভাসে সারা গাও
নদীরও পানি নাচিয়া.
ওঠে,,
লাগিয়া পুবালি বাও
ওরে লাগিয়া পুবালি বাও,,