গান:তোমার হাত পাখার বাতাসে
From A S B GROUP
তোমার হাত পাখার বাতাসে প্রাণ জরিয়ে আসে
কিছু সময় আরো তুমি থাকো আমার পাশে..
থাকো আমার পাশে
তোমার হাত পাখার বাতাসে প্রাণ জরিয়ে আসে
কিছু সময় আরো তুমি থাকো আমার পাশে..
থাকো আমার পাশে
From A S B GROUP
যখন কুপি জলা রাতে আমার থালার গরম ভাতে
পুঁটি মাছের ঝোল তুলে দাও তুমি আপন হাতে
যখন কুপি জলা রাতে আমার থালার গরম ভাতে
পুঁটি মাছের ঝোল তুলে দাও তুমি আপন হাতে
সারাদিনের কষ্ট ভুলে মনটা আমার হাসে
মনটা আমার হাসে
তোমার হাত পাখার বাতাসে প্রাণ জরিয়ে আসে
কিছু সময় আরো তুমি থাকো আমার পাশে
থাকো আমার পাশে
গানের শেষে একটা লাইক দিবেন
আমার ছোট ভাঙা ঘরে যেনো চাঁদের আলো ঝরে
ঘুমাও যখন মাথা রেখে আমার বুকের উপরে...
আমার ছোট ভাঙা ঘরে যেনো চাঁদের আলো ঝরে
ঘুমাও যখন মাথা রেখে আমার বুকের উপরে..
মনটা আমার সপ্ন হয়ে চাঁদের খেয়ায় ভসে
চাঁদের খেয়ায় ভসে
তোমার হাত পাখার বাতাসে প্রাণ জরিয়ে আসে
কিছু সময় আরো তুমি থাকো আমার পাশে
থাকো আমার পাশে
তোমার হাত পাখার বাতাসে প্রাণ জরিয়ে আসে
কিছু সময় আরো তুমি থাকো আমার পাশে
থাকো আমার পাশে
Thank you