huatong
huatong
--cover-image

আমার ময়নায় গোসা করাইছে

বাউল গানhuatong
bowlickruthhuatong
الكلمات
التسجيلات
আমার ময়নায় গুষা.করাইছে রে

আমার ময়নায় গুষা.করাইছে...

গুষা কইরা পরের ঘরের ময়না বউ হইয়া ছে..

এ এ এ এ এ

আমার ময়নায় গুষা.করাইছে রে

আমার ময়নায় গুষা.করাইছে..

গুষা কইরা পরের ঘরের ময়না বউ হইয়া ছে..

এ এ এ এ এ..

দয়াকরে আমার অনুমতি ছাড়া

কেউ মিউজিক কপি করবেনা

অল্প বয়সে প্রেম করিয়া করিয়াছি ভুল

সেই ভুলের কারণে আমার গেলো জাতিকুল

টাকা পয়সা সোনা দানায় কোনো শান্তি নাই

মনের শান্তি না থাকিলে সবই হয়যে ছাই

এই দুনিয়া বেঁচে আছি যাহারি আশায়

আমায় ছাইরা সেই মাইয়াটি পরের ঘরে যায়

এই দুনিয়া বেঁচে আছি যাহারি আশায়

আমায় ছাইরা সেই মাইয়াটি পরের ঘরে যায়

আমার ময়নায় গুষা.করাইছে রে

আমার ময়নায় গুষা.করাইছে..

গুষা কইরা পরের ঘরের ময়না বউ হইয়াছে..

এ এ এ এ এ..

গানটি সেব করার পর অবশ্যই

একটি লাইক দিয়ে সংগে থাকুন

এতো দিনের ভালবাসা ভাংগিলে একদিনে

আহারে দয়ার পাষান এই ছিল তোর মনে

তুই যে আমার প্ররাণ পাখি আদোরের ও টিয়া

কথা ছিল তোরে আমি কইরালমু বিয়া

সুখের ঘরে দুঃখের আগুন জ্বালাইয়া দিলি

আমি যে তোর আপন মানুষ কেমনে পর করিলি

সুখের ঘরে দুঃখের আগুন জ্বালাইয়া দিলি

আমি যে তোর আপন মানুষ কেমনে পর করিলি

আমার ময়নায় গুষা.করাইছে রে

আমার ময়নায় গুষা.করাইছে..

গুষা কইরা পরের ঘরের ময়না বউ হইয়াছে..

এ এ এ এ এ..

কপি হইতে সাবধান

জীবনে মরনে আমি চেয়েছিলাম যারে

ভুল বুঝিয়া প্রাণের বন্ধু ছাইড়া গেলো মোরে

তার বিরহে কাইন্দা কাইন্দা কাটে আমার রাত

সে তো এখন ঘুইরা বেরায় ধইরা স্বামীর হাত

আমার দুঃখ দেইখা কান্দে বনের পোষা পাখি

কানতে কানতে নদী হইছে আমার দুইটা আঁখি

আমার দুঃখ দেইখা কান্দে বনের পোষা পাখি

কানতে কানতে নদী হইছে আমার দুইটা আঁখি

আমার মনয়ান গুষা.কইরাছে রে

আমার ময়না গুষা কইরাছে..

গুষা কইরা পরের ঘরের ময়না বউ হইয়াছে..

এ এ এ এ এ..

ধন্যবাদ

المزيد من বাউল গান

عرض الجميعlogo

قد يعجبك