তুমি রাখো কিবা মারো
এই দয়া করো
থাকিনা যেন দয়াল তুমায় ভুলিয়া
আমি তাকিনা যেন দয়াল
তুমায় ভুলিয়া
তুমি রাখো কিবা মারো
এই দয়া করো
থাকিনা যেন দয়াল তুমায় ভুলিয়া
আমি তাকিনা যেন দয়াল
তুমায় ভুলিয়া
আমি তুমার পাগল ভরসা কেমল
প্রান বন্ধুরে তুমার নাম সুনিয়া
আমি তুমার পাগল ভরসা কেমল
প্রান বন্ধুরে তুমার নাম সুনিয়া
লও যদি খবর হইতে পারি অমর
লও যদি খবর হইতে পারি অমর
তুমার নামের সুধা পান করিয়া দয়াল
তাকিনা যেন তুমায় ভুলিয়া
তুমি রাকো কিবা মারো
এই দয়া করো
তাকিনা যেন তুমায় ভুলিয়া দয়াল
তাকিনা যেন তুমায় ভুলিয়া
এই নিশি দিনে সয়নে সপনে
তুমার প্রানেতে আমার প্রান মিসাইয়া
এই নিশি দিনে সয়নে সপনে
তুমার প্রানেতে আমার প্রান মিসাইয়া
এই আন্দার রাইতে
কেউ নাই মোর সাতে
এই আন্দার রাইতে
কেউ নাই মোর সাতে
তুমি যদি নেও আমায়
পথ দেখাইয়া দয়াল
তাকিনা যেন তুমায় ভুলিয়া
তুমি রাকো কিবা মারো
এই দয়া করো তাকিনা
যেন তুমায় ভুলিয়া দয়াল
তাকিনা যেন তুমায় ভুলিয়া
দয়াময় নাম তুমার জগতে প্রচার
জিবেরে দয়া করো ও বলিয়া
দয়াময় নাম তুমার জগতে প্রচার
জিবেরে দয়া করো ও বলিয়া
বাউল করিম বলে
রেখো চরন তলে
বাউল করিম বলে
রেখো চরন তলে
দিওনা মরে দয়াল পায় পেলিয়া
তাকিনা যেন তুমায় ভুলিয়া
তুমি রাকো কিবা মারো
এই দয়া করো তাকিনা যেন
তুমায় ভুলিয়া দয়াল
তাকিনা যেন তুমায় ভুলিয়া
আমি তুমার পাগল ভরসা কেমল
প্রান বন্ধুরে তুমার নাম সুনিয়া
আমি তুমার পাগল ভরসা কেমল
প্রান বন্ধুরে তুমার নাম সুনিয়া
লও যদি খবর হইতে পারি অমর
লও যদি খবর হইতে পারি অমর
তুমার নামের সুধা পান করিয়া দয়াল
তাকিনা যেন তুমায় ভুলিয়া
তুমি রাকো কিবা মারো
এই দয়া করো
তাকিনা যেন তুমায় ভুলিয়া দয়াল
তাকিনা যেন তুমায় ভুলিয়া
তুমি রাখো কিবা মারো
এই দয়া করো
থাকিনা যেন তুমায় ভুলিয়া দয়াল
তাকিনা যেন তুমায় ভুলিয়া দয়াল
তাকিনা যেন তুমায় ভুলিয়া দয়াল
তাকিনা যেন তুমায় ভুলিয়া দয়াল
তাকিনা যেন তুমায় ভুলিয়া দয়াল
তাকিনা যেন তুমায় ভুলিয়া