huatong
huatong
--cover-image

মেঘ থম থম করে কেউ নেই

ভুপেন হাজারিকাhuatong
khafesho2huatong
الكلمات
التسجيلات
মেঘ থম থম করে কেউ নেই নেই

জল থৈ থৈ তীরে কিছু নেই নেই

ভাঙ্গনের যে নেই পারাপার

তুমি আমি সব একাকার

মেঘ থম থম করে কেউ নেই নেই ।

কোথায় জানি না ,কি ছিল যে ,কোথায়,

সীমানা পেরিয়ে ,সব মিশে ,যেতে চায়,

জল থৈ থৈ তীরে কিছু নেই নেই

মেঘ থম থম করে কেউ নেই

পুরনো সব নিয়ম ভাঙ্গে ,অনিয়মের ঝড়,

ঝড়ো হাওয়া ভেঙ্গে দিও ,মিথ্যে তাসের ঘর,

নুতন মাটিতে, আসে ফসলেরই কাল,

আঁধার পেরিয়ে ,আসে আগামী সকাল,

রাত ঘুম ঘুম ঘোরে জাগে ঐ

রোদ ঝলমল করে দেখ ঐ

বাতাসের যে নেই হাহাকার

পথ নেই যে পথ হারাবার

রাত ঘুম ঘুম ঘোরে জাগে ঐ

المزيد من ভুপেন হাজারিকা

عرض الجميعlogo

قد يعجبك