huatong
huatong
manna-dey--cover-image

সোনালী রং মেখে

মান্না দে/Manna Deyhuatong
Hamid___🆆🅴huatong
الكلمات
التسجيلات
সোনালী রং মেখে..

পাখীরা যায় নীড়ে..

সোনালী রং মেখে..

পাখীরা যায় নীড়ে..

তাই দেখে বলে মন, এসো তুমি ফিরে...

সোনালী রং মেখে..

পাখীরা যায় নীড়ে..

তোমার আসার, খবর নিয়ে, সন্ধ্যাতারা...জাগে,

বাতাসেরি, দিলরুবাতে, খুশীরই সুর...লাগে

তোমার আসার, খবর নিয়ে, সন্ধ্যাতারা...জাগে,

বাতাসেরি, দিলরুবাতে, খুশীরই সুর...লাগে

ঘুমিয়ে থাকা....স্মৃতি

ঘুমিয়ে থাকা স্মৃতি

জাগে বুকে, ধীরে ধীরে,

তাই দেখে বলে মন, এসো তুমি ফিরে...

সোনালী রং মেখে..

পাখীরা যায় নীড়ে..

সোনালী রং মেখে..

পাখীরা যায় নীড়ে..

দিনের শেষে, ক্লান্ত হয়ে, যায় ঝরে ফুলগুলো..

কখন আমায়, যায় ছুঁয়ে যায় সেদিনেরি ভুলগুলো

সেদিনেরি ভুলগুলো

মেঘের ফাঁকে, চুপি-চুপি, আলোর খেলা...চলে,

আশারই দীপ, বুকে তখন হঠাৎ ওঠে... জ্বলে।

চেনা সুরের..ছোঁয়া

চেনা সুরের..ছোঁয়া

লাগে আমার গানের নীড়ে

তাই দেখে বলে মন, এসো তুমি ফিরে...

সোনালী রং মেখে..

পাখীরা যায় নীড়ে..

তাই দেখে বলে মন, এসো তুমি ফিরে...

সোনালী রং মেখে..

পাখীরা যায় নীড়ে..

সোনালী রং মেখে..

পাখীরা যায় নীড়ে..

المزيد من মান্না দে/Manna Dey

عرض الجميعlogo

قد يعجبك