huatong
huatong
avatar

ক'ফোটা চোখের জল- OldbeatFM Presents

মান্না দেhuatong
OldbeatFMhuatong
الكلمات
التسجيلات
OldbeatFM Presents

ক'ফোটা চোখের জল

শিল্পী - মান্না দে

কথা - পুলক ব্যানার্জী

সংগীত - নচিকেতা ঘোষ

ক'ফোটা চোখের জল

ফেলেছো যে তুমি ভালোবাসবে

ক'ফোটা চোখের জল

ফেলেছো যে তুমি ভালোবাসবে

পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে

কি করে এখানে তুমি আসবে

ক'ফোটা চোখের জল

ফেলেছো যে তুমি ভালোবাসবে

OldbeatFM Presents

কটা রাত কাটিয়েছো জেগে?

স্বপ্নের মিথ্যে আবেগে,

কটা রাত কাটিয়েছো জেগে?

স্বপ্নের মিথ্যে আবেগে,

কি এমন দুঃখকে সয়েছো

যে তুমি এতো সহজেই হাসবে

পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে

কি করে এখানে তুমি আসবে

ক'ফোটা চোখের জল

ফেলেছো যে তুমি ভালোবাসবে

OldbeatFM Presents

হাজার কাজের ভীড়ে সময় তো হয়নি তোমার

শোননি তো কান পেতে অস্ফুট কোন কথা তার

হাজার কাজের ভীড়ে সময় তো হয়নি তোমার

শোননি তো কান পেতে অস্ফুট কোন কথা তার

আজ কেনো হাহাকার করো?

সে কথায় ইতিহাস গড়,

কি সুখ জলাঞ্জলি দিয়েছো যে

তুমি সুখের সাগরে ভাসবে

পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে

কি করে এখানে তুমি আসবে

ক'ফোটা চোখের জল

ফেলেছো যে তুমি ভালোবাসবে

this track created by OldbeatFM

Thank You

المزيد من মান্না দে

عرض الجميعlogo

قد يعجبك