huatong
huatong
avatar

তীর ভাঙা ঢেউ আর নীড় ভাংগা ঘর

মান্না দে Manna Dey,Prabhas Deyhuatong
SaifulA_star78113844huatong
الكلمات
التسجيلات
তীর ভাঙ্গা ঢেউ...... নীড় ভাঙ্গা ঝড়

তীর ভাঙ্গা ঢেউ আর নীড় ভাঙ্গা ঝড়,

তারি মাঝে প্রেম যেন গড়ে খেলা ঘর।

তীর ভাঙ্গা ঢেউ আর নীড় ভাঙ্গা ঝড়,

তারি মাঝে প্রেম যেন গড়ে খেলা ঘর।।

চাঁদ আসে তাই যেন উল্লাসে ঐ

রঙের মাধুরী লয়ে ফুল হাসে ঐ,

চাঁদ আসে তাই যেন উল্লাসে ঐ

রঙের মাধুরী লয়ে ফুল হাসে ঐ,

নিকটের পানে চাহি দুর কাঁদে গো

নিকটের পানে চাহি দুর কাঁদে গো,

অ দেখার বাঁশরী যে সুর সাধে গো..

অ দেখার বাঁশরী যে সুর সাধে গো,

সব শেষে পল্লবে জাগে মর্মর

তারি মাঝে প্রেম তবু গড়ে খেলা ঘর,

তীর ভাঙ্গা ঢেউ আর নীড় ভাঙ্গা ঝড়

তারি মাঝে প্রেম যেন গড়ে খেলা ঘর।।

তৃষ্ণারে কাছে ডাকে মরু মায়া গো

ক্লান্তিরে মুছে দেয় তরু ছায়া গো,

তৃষ্ণারে কাছে ডাকে মরু মায়া গো

ক্লান্তিরে মুছে দেয় তরু ছায়া গো,

চিরদিনই রয় ব্যাথা বন্ধনে হায়

হাসি যেন মিশে আছে ক্রন্দনে হায়

হাসি যেন মিশে আছে ক্রন্দনে হায়,

সৌরভ গৌরবে ধুপ জ্বলে ঐ

সৌরভ গৌরবে ধুপ জ্বলে ঐ,

আলো আর আঁধারের ও খেলা চলে ঐ

আলো আর আঁধারের ও খেলা চলে ঐ,

অন্তরে ধু ধু করে শুধু বালু চর

তারি মাঝে প্রেম যেন গড়ে খেলা ঘর,

তীর ভাঙ্গা ঢেউ আর নীড় ভাঙ্গা ঝড়

তারি মাঝে প্রেম যেন গড়ে খেলা ঘর।।

المزيد من মান্না দে Manna Dey,Prabhas Dey

عرض الجميعlogo

قد يعجبك