huatong
huatong
avatar

তোমাকে দেখলেই হাজার উপমা / মোনালিসা

রবি চৌধুরীhuatong
➳ᴹᴿ᭄𝐀𝐙𝐈𝐙࿐huatong
الكلمات
التسجيلات
গানঃ মোনালিসা

শিল্পীঃ রবি চৌধুরী

কথাঃ সাগর আল হেলাল

সুরঃ প্রণব ঘোষ

আপলোডারঃ এম.এ আজিজ

=====START=====

তোমাকে দেখলেই হাজার উপমা

মনের ভেরত করে ভিড়

তুমি মোনালিসা নাকি বনলতা

হেলেন ট্রয় নগরীর

তুমি মোনালিসা নাকি বনলতা

হেলেন ট্রয় নগরীর...

তোমাকে দেখলেই হাজার উপমা

মনের ভেরত করে ভিড়

তুমি মোনালিসা নাকি বনলতা

হেলেন ট্রয় নগরীর

তুমি মোনালিসা নাকি বনলতা

হেলেন ট্রয় নগরীর....

~~~~~~~~~~~~~~~~

= নতুন HD মিউজিক পেতে=

==ফলো দিয়ে সাথে থাকুন==

Mr. Aziz

SM ID: 13373096057

MUSIC STUDIO FAMILY

====Stay Tuned====

কখনও মনে হয় গোধূলী তুমি

কখনও ভোরেরই আবির

কখনও তোমার হাসি জ্যোৎস্নো হয়ে

বাঁধতে চায় বুকে নীড়....

কখনও মনে হয় গোধূলী তুমি

কখনও ভোরেরই আবির

কখনও তোমার হাসি জ্যোৎস্নো হয়ে

বাঁধতে চায় বুকে নীড়

তুমি মালবিকা নাকি সাগরিকা

জলছবি আঁকা সে পরীর-

তোমাকে দেখলেই হাজার উপমা

মনের ভেরত করে ভিড়

তুমি মোনালিসা নাকি বনলতা

হেলেন ট্রয় নগরীর

তুমি মোনালিসা নাকি বনলতা

হেলেন ট্রয় নগরীর...

~~~~~~~~~~~~~~~~

= নতুন HD মিউজিক পেতে=

==ফলো দিয়ে সাথে থাকুন==

Mr. Aziz

SM ID: 13373096057

MUSIC STUDIO FAMILY

===Stay Tuned===

কখনও মনে হয় ঝিনুক তুমি

কখনও সুনীল আকাশ

কখনও তোমার চুলে নেমে আসে

আমার সুখেরই বাতাস...

কখনও মনে হয় ঝিনুক তুমি

কখনও সুনীল আকাশ

কখনও তোমার চুলে নেমে আসে

আমার সুখেরই বাতাস

তুমি নিহারীকা নাকি অনামিকা

স্রোতধারা কোন নদীর-

তোমাকে দেখলেই হাজার উপমা

মনের ভেরত করে ভিড়

তুমি মোনালিসা নাকি বনলতা

হেলেন ট্রয় নগরীর

তুমি মোনালিসা নাকি বনলতা

হেলেন ট্রয় নগরীর...

তোমাকে দেখলেই হাজার উপমা

মনের ভেরত করে ভিড়

তুমি মোনালিসা নাকি বনলতা

হেলেন ট্রয় নগরীর

তুমি মোনালিসা নাকি বনলতা

হেলেন ট্রয় নগরীর...

==[Thank You]==

المزيد من রবি চৌধুরী

عرض الجميعlogo

قد يعجبك