huatong
huatong
avatar

একাওরের মা জননী

রাকিবhuatong
Su3000Au3000Du3000Iu3000Au3000ツu3000🍁huatong
الكلمات
التسجيلات
একাত্তরের মা…

একাত্তরের মা জননী..

কোথায় তোমার মুক্তি সেনার দল।

একাত্তরের মা জননী..

কোথায় তোমার মুক্তি সেনার দল।

যারা অস্ত্র হাতে ধরেছিলো..

মাগো তোমার তরে মরেছিলো..

ও মা যাদের ভয়ে পালিয়েছিলো

শত্রু সেনার দল..

ও……ও…ও. মা..

একাত্তরের মা জননী...

কোথায় তোমার মুক্তি সেনার দল।

একাত্তরের মা জননী...

কোথায় তোমার মুক্তি সেনার দল।

আজো কেনো তোমার বুকে

জ্বলছে আগুন,চলছে গুলি,মরছে মানুষ।

জবাব তোমায় দিতেই হবে মা..গো,

জবাব তোমায় দিতেই হবে মা..

সন্ত্রাসীদের হাতে কেনো জিম্মি তুমি,

স্বদেশ আমার মাতৃভূমি।

জবাব তোমায় দিতেই হবে মা..গো,

জবাব তোমায় দিতেই হবে মা..

কেনো বিদ্যালয়ে ফুটছে বোমা,

এই কি পেলাম শিক্ষা ও মা।

লাঞ্ছিত আজ শিক্ষা গুরু,

চোখে দুঃখের জল..

ও…ও…….. মা..

একাত্তরের মা জননী...

কোথায় তোমার মুক্তি সেনার দল।

একাত্তরের মা জননী...

কোথায় তোমার মুক্তি সেনার দল।

আজো কেনো তোমার বুকে

ঘুরছে তারা একাত্তরের দালাল যারা।

জবাব তোমায় দিতেই হবে মা..গো,

জবাব তোমায় দিতেই হবে মা..

লাখো লাখো শহীদ কেনো রক্ত দিলো,

এই কি তাদের স্বপ্ন ছিলো..

জবাব তোমায় দিতেই হবে মা..গো,

জবাব তোমায় দিতেই হবে মা..

ও মা রক্তে ভেজা এই না মাটি,

জীবন দিয়ে রাখবো খাটি।

শপথ নিলাম আজকে তরুণ ছাত্র-ছাত্রী দল।

ও…ও……..মা।

একাত্তরের মা জননী . . .

কোথায় তোমার মুক্তি সেনার দল।

একাত্তরের মা জননী . . .

কোথায় তোমার মুক্তি সেনার দল।

যারা অস্ত্র হাতে ধরেছিলো..

মাগো তোমার তরে মরেছিলো.

ও মা যাদের ভয়ে পালিয়েছিলো

শত্রু সেনার দল..

ও……ও…. মা..

একাত্তরের মা জননী . . .

কোথায় তোমার মুক্তি সেনার দল।

একাত্তরের মা জননী . . .

কোথায় তোমার মুক্তি সেনার দল।

المزيد من রাকিব

عرض الجميعlogo

قد يعجبك