মেয়েঃ তোমাকে আমি যেন
জীবন দিয়ে ভালবাসতে পারি
ছেলেঃ যুগে যুগে, তোমার হতে
এই জগতে যেন আসতে পারি
আসতে পারি, আসতে পারি
মেয়েঃ তোমাকে আমি যেন
জীবন দিয়ে ভালবাসতে পারি
ছেলেঃ যুগে যুগে, তোমার হতে
এই জগতে যেন আসতে পারি
আসতে পারি, আসতে পারি
মেয়েঃ রঙ ধনুর, সাতটি রঙে
আমার জীবন যেন রাঙালে তুমি
রঙ ধনুর, সাতটি রঙে
আমার জীবন যেন রাঙালে তুমি
ছেলেঃ ঘুমিয়ে ছিলাম হাজার বছর
প্রেমের ছোয়ায় জাগালে তুমি
জাগালে তুমি, জাগালে তুমি
মেয়েঃ তোমাকে আমি যেন
জীবন দিয়ে ভালবাসতে পারি
ছেলেঃ যুগে যুগে, তোমার হতে
এই জগতে যেন আসতে পারি
আসতে পারি, আসতে পারি
মেয়েঃ স্বর্গ থেকে, সুখ এনে
আমার জীবন যেন ভরালে তুমি
স্বর্গ থেকে, সুখ এনে
আমার জীবন যেন ভরালে তুমি
ছেলেঃ শুন্য বুকে আধার ছিলো
হাজার প্রদীপ শিখা দরালে তুমি
দরালে তুমি, দরালে তুমি
মেয়েঃ তোমাকে আমি যেন
জীবন দিয়ে ভালবাসতে পারি
ছেলেঃ যুগে যুগে, তোমার হতে
এই জগতে যেন আসতে পারি
আসতে পারি, আসতে পারি