huatong
huatong
avatar

ভালবাসার ধরন ভালা না

শিমুল হাসানhuatong
roselove53huatong
الكلمات
التسجيلات
একজন মানুষ হইয়া তুমি

কয়জনারে বিলাও মন

উপর উপর দেখাও ভালা

ভিতরে কয়লার মতন

একজন মানুষ হইয়া তুমি

কয়জনারে বিলাও মন

উপর উপর দেখাও ভালা

ভিতরে কয়লার মতন

মুখের ভালোবাসা দেখাও

অন্তর দিয়া বাসনা…

বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না

বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না

আমার ঘর আন্ধার করিয়া

কার ঘরে দাও আলো

সরল মনটা নিয়া কেন

নিঠুর খেলা খেলো…

আমার ঘর আন্ধার করিয়া

কার ঘরে দাও আলো

সরল মনটা নিয়া কেন

নিঠুর খেলা খেলো

বিষ খাওয়াইয়া মারো আমায়

তিলে তিলে মাইরোনা

বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না

বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না

নাইবা যদি বাসো ভালো

কেন আশা দাও…?

মিছা আশা দিয়া কেন

হৃদয়টা পুরাও

নাইবা যদি বাসো ভালো

কেন আশা দাও……

মিছা আশা দিয়া কেন

হৃদয়টা পুরাও

মিঠা মিঠা কথা কইয়া

আর জ্বালাতন কইরো না…

বন্ধু তোমার ভালোোবাসার ধরন ভালা না…

বন্ধু তোমার ভালোোবাসার ধরন ভালা না…

একজন মানুষ হইয়া তুমি

কয়জনারে বিলাও মন

উপর উপর দেখাও ভালা

ভিতরে কয়লার মতন

মুখের ভালোবাসা দেখাও

অন্তর দিয়া বাসনা…

বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না

বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না

বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না

বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না

المزيد من শিমুল হাসান

عرض الجميعlogo

قد يعجبك