huatong
huatong
avatar

আমার বাবার মুখে

শিল্পীঃ এন্ড্রু কিশোরhuatong
nitehawk58huatong
الكلمات
التسجيلات
আমার বাবার মুখে প্রথম যেদিন

শুনেছিলাম গান

সেদিন থেকে গানই জীবন

গানই আমার প্রাণ

আমার মায়ের আদেশ বাবার মতো

গাইতে হবে গান

সেদিন থেকে গানই জীবন

গানই আমার প্রাণ

শিল্পীর ঘরে জন্ম তাই শিল্পী হয়েছি

সঙ্গীতটাকে সারা জীবন সঙ্গী করেছি

জীবনে যত দুঃখ যত কষ্ট পেয়েছি

সুরের মাঝে ডুবে গিয়ে সবই ভুলেছি

এই গানই আমার জীবন মরন

গানই যেন প্রাণ

আমার বাবার মুখে প্রথম যেদিন

শুনেছিলাম গান

সেদিন থেকে গানই জীবন

গানই আমার প্রাণ

বাবা যেন আজও স্বর্গে বসে গাইছে সেই গান

যে গান শুনে সঁপেছিল মা বাবাকে মনপ্রাণ

কোনদিন এই কন্ঠ যদি কখনো থেমে যায়

সেইদিন যেন মরন এসে আমাকেও নিয়ে যায়

এই গানই আমার জীবন মরন

গানই যেন প্রাণ

আমার বাবার মুখে প্রথম যেদিন

শুনেছিলাম গান

সেদিন থেকে গানই জীবন

গানই আমার প্রাণ

আমার মায়ের আদেশ বাবার মতো

গাইতে হবে গান

সেদিন থেকে গানই জীবন

গানই আমার প্রাণ

সেদিন থেকে গানই জীবন

গানই আমার প্রাণ

সেদিন থেকে গানই জীবন

গানই আমার প্রাণ

المزيد من শিল্পীঃ এন্ড্রু কিশোর

عرض الجميعlogo

قد يعجبك