huatong
huatong
--cover-image

সারাবেলা করে খেলা

সন্ধ্যা মুখোপাধ্যায়huatong
62186931046huatong
الكلمات
التسجيلات
সারাবেলা করে খেলা

শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়

--------------------

সারাবেলা... করে খেলা.

আমাকে নিয়ে পাতা ঝরিয়ে..

জেনে গেছে ঝড়ো হাওয়ায়

আমি যে একলা..

সারাবেলা... করে খেলা..

আমাকে নিয়ে পাতা ঝরিয়ে..

জেনে গেছে ঝড়ো হাওয়ায়

আমি যে একলা..

সারাবেলা… করে খেলা..

--------------

ভয়ে ভয়ে কাঁপা আঁখিরে..

ডানা ভাঙ্গা যেন পাখিরে..

ভয়ে ভয়ে কাঁপা আঁখিরে..

ডানা ভাঙ্গা যেন পাখিরে..

দ্বারেযে সে পাগল আঘাত হানে,

হানেএ আগল যদি যায় খুলে ফেলা..

সারাবেলা... করে খেলা..

-----------------

চলে গেল... যে তিথি ভালোবাসার..

সময় হলো না যে তবু আশার,

তার সময় হলো না যে তবু আশার।

ভরা সাঁঝে ঝড় থেমেছে..

অঝোরে জোছনা নেমেছে..

হৃদয় কাঁদে সেই ঝড়ের দোলা,

দোলা যে দোলা আকুল দোলায়ন মেলায়..

সারাবেলা... করে খেলা.

আমাকে নিয়ে পাতা ঝরিয়ে..

জেনে গেছে ঝড়ো হাওয়ায়

আমি যে একলা..

সারাবেলা... করে খেলা..

সারাবেলা... করে খেলা..

সমাপ্ত

المزيد من সন্ধ্যা মুখোপাধ্যায়

عرض الجميعlogo

قد يعجبك