গানঃ ফুলের মালা পড়িয়ে দিলে
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
Orient Singer Site
ROOM ID: 117433 & 121563
==========================
ফুলের মালা পড়িয়ে দিলে
আমায় আপন হাতে।
ফুলের মালা পড়িয়ে দিলে
আমায় আপন হাতে।
জ্যোৎস্না রাতে স্বপন আমার
নামলো আঁখিপাতে।
ফুলের মালা পড়িয়ে দিলে
আমায় আপন হাতে।
বকুলগুলো তাঁরার মত
অবাক চেয়ে রয়
গন্ধ ভরা মাতাল হাওয়া
এ কোন কথা কয়
তাই কি তুমি চলার পথে
রইবে আমার সাথে
ফুলের মালা পড়িয়ে দিলে
আমায় আপন হাতে।
আমার মালা ধন্য হলো
তোমার প্রেমে গো
তোমার সুরে আমার বীণা
এবার বেধেছো
তাই দুজনার সোনার তরী
লাগলো এসে ঘাটে।
ফুলের মালা পড়িয়ে দিলে
আমায় আপন হাতে।
ফুলের মালা পড়িয়ে দিলে
আমায় আপন হাতে।
জ্যোৎস্না রাতে স্বপন আমার
নামলো আঁখিপাতে।
ফুলের মালা পড়িয়ে দিলে
আমায় আপন হাতে।
>>> THANKS <<<