huatong
huatong
avatar

ও আমার উড়াল পংখী রে

সুবীর নন্দীhuatong
raylinmdearenhuatong
الكلمات
التسجيلات
ও আমার উড়াল পংখী রে

যা যা তুই উড়াল দিয়া যা

আমি থাকবো মাটির ভরে

আমার চক্ষে বৃষ্টি পরে

আমি থাকবো মাটির ভরে

আমার চক্ষে বৃষ্টি পরে

তোর হইব মেঘের উপরে বাসা

ও আমার উড়াল পংখী রে

যা যা তুই উড়াল দিয়া যা...

আমার মনে ব্যজায় কষ্ট হো...

আমার মনে ব্যজায় কষ্ট

সেই কষ্ট হইল পষ্ট

আমার মনে ব্যজায় কষ্ট

সেই কষ্ট হইল পষ্ট

দুই চক্ষে ভর করিল

আঁধার নিরাশায়

তোর হইল মেঘের উপরে বাসা

ও আমার উড়াল পংখী রে

যা যা তুই উড়াল দিয়া যা...

মেঘবতী মেঘ কুমারী

মেঘের উপরে থাকো

সুখ দুঃখ দুই বইনেরে

কোলের উপরে রাখো

মেঘবতী মেঘ কুমারী

মেঘের উপরে থাকো

সুখ দুঃখ দুই বইনেরে

কোলের উপরে রাখো

মাঝে মইধ্যে কান্দন করা

মাঝে মইধ্যে হাসা

মেঘবতি আজ নিয়াছে

মেঘের উপরে বাসা

ও আমার উড়াল পংখী রে

যা যা তুই উড়াল দিয়া যা

আমি থাকবো মাটির ঘরে

আমার চক্ষে বৃষ্টি পরে

আমি থাকবো মাটির ঘরে

আমার চক্ষে বৃষ্টি পরে

তোর হইবে মেঘের উপরে বাসা

ও আমার উড়াল পংখী রে

যা যা তুই উড়াল দিয়া যা...

ও আমার উড়াল পংখী রে

যা যা তুই উড়াল দিয়া যা...

ও আমার উড়াল পংখী রে

যা যা তুই উড়াল দিয়া যা...

المزيد من সুবীর নন্দী

عرض الجميعlogo

قد يعجبك