huatong
huatong
avatar

Chole Jai Jodi Keu Badhon Chire

সৈয়দ আব্দুল হাদীhuatong
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛huatong
الكلمات
التسجيلات
চলে যায় যদি কেউ বাঁধন ছিড়ে

কাঁদিস কেন মন

ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ

চলে যায় যদি কেউ বাঁধন ছিড়ে

কাঁদিস কেন মন

ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ

চলে যায় যদি কেউ

হাসির পরে কান্না আছে

দুখের পরে সুখ

হাসির পরে কান্না আছে

দুখের পরে সুখ

আধার রাতের শেষে যেমন..

দেখিস আলোর মুখ

জন্ম নিলে সবার তরে আছেরে মরন

ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ

চলে যায় যদি কেউ বাঁধন ছিড়ে

কাঁদিস কেন মন

ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ

চলে যায় যদি কেউ

দুদিনেরেই দুনিয়াতে সবাই মুসাফির

দুদিনেরেই দুনিয়াতে সবাই মুসাফির

এ সংসারের মোহ মায়ায়..

হই কেন অধীর

যায় না মোছা কখন যে ভাগ্যেরই লিখন

ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ

চলে যায় যদি কেউ বাঁধন ছিড়ে

কাঁদিস কেন মন

ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ

চলে যায় যদি কেউ

المزيد من সৈয়দ আব্দুল হাদী

عرض الجميعlogo

قد يعجبك