huatong
huatong
avatar

মনে কয় গাঁয়ে ফিরা যাই

𝑼𝒑𝒍𝒐𝒅𝒆 𝒃𝒚 ➻ 𝑹𝒂𝒃𝒊𝒖𝒍 𝑨𝒍𝒂𝒎huatong
꧁࿇♪♥𝑅𝑎𝑏𝑖ul❥𝑆❥𝑟❥𝑡♥♪࿇꧂huatong
الكلمات
التسجيلات
কন্ঠশিল্পী: এন্ড্রু কিশোর

[<>ЅᎾℕᎶ<>]

আপলোড <> রবিউল আলম

অরিজিনাল মিউজিক পেতে

[ফলো করুন]

<>ID: 62032568253<>

[<>Ready<>]

মনে কয়---~ গাঁয়ে ফিরা যাই

________<><><>_______

মনে কয়----~ গাঁয়ে ফিরা যাই

মায়ের মুখে, একটু কথা

মুছে দিতো সকল ব্যথা

চোখে চোখে রাখত যে সদাই

মনে কয়----~ গাঁয়ে ফিরা যাই

[<>ЅᎾℕᎶ<>]

আপলোড <> রবিউল আলম

অরিজিনাল মিউজিক পেতে

[ফলো করুন]

চয়েজ: আলী হোসেন ভাই

<>ID: 62032568253<>

[মিউজিক অপেক্ষা করুন]

ভালোবাইসা পাওনা যায় না, এই খানে হৃদয়

দুঃখের কথা শোনার মতো, নাই কারো সময়

হায়রে, ভালোবাইসা পাওনা যায় না, এই খানে হৃদয়

দুঃখের কথা শোনার মতো, নাই কারো সময়

মাটির ঘরে পিদিম জ্বেলে

মায়ে আমার কিচ্ছা বলে

ঘুম পাড়াতো বুকে দিয়া ঠাঁই

মনে কয়----~ গাঁয়ে ফিরা যাই

[<>ЅᎾℕᎶ<>]

আপলোড <> রবিউল আলম

অরিজিনাল মিউজিক পেতে

[ফলো করুন]

চয়েজ: আলী হোসেন ভাই

<>ID: 62032568253<>

[মিউজিক অপেক্ষা করুন]

পাশা পাশি থাকলেও লয়না, কেউ কারো খবর

কাছের মানুষ মইরা গেলেও, দেয়না রে কবর হেথায়

পাশা পাশি থাকলেও লয়না, কেউ কারো খবর

কাছের মানুষ মইরা গেলেও, দেয়না রে কবর

গায়ের পথে বটের ছায়া

কি যে দারুন তারি মায়া

একে দুঃখে কান্দে যে সবাই

মনে কয়----~ গাঁয়ে ফিরা যাই

মায়ের মুখের একটু কথা

মুছে দিতো সকল ব্যথা

চোখে চোখে রাখত যে সদাই

মনে কয়----~ গাঁয়ে ফিরা যাই

মনে কয়----~ গাঁয়ে ফিরা যাই

মনে কয়----~ গাঁয়ে ফিরা যাই

<><><> সমাপ্ত <><><>

المزيد من 𝑼𝒑𝒍𝒐𝒅𝒆 𝒃𝒚 ➻ 𝑹𝒂𝒃𝒊𝒖𝒍 𝑨𝒍𝒂𝒎

عرض الجميعlogo

قد يعجبك