Lyrics: আমি মরে গেলে…
শিল্পী=Sany Ahmed
*******Wait*******
আমি মরে গেলে..জানি তুমি কাঁদবেনা
ওখানেই শেষ করে দিও
চাইবনা কিছুই তোমার..
শুধু,মনে রেখো কোন একদিন
ভালোবেসে ছিলাম তোমায়
ও..ও..ও..ভালোবেসে ছিলাম তোমায়
*********************
আমার গান গুলো যদি ভালো লাগে
তাহলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন বন্ধুরা....
*********Wait********
পুরনো স্মৃতিগুলো,মন থেকে তুমি মুছে দিও
আবার নতুন করে,এ জীবন সাজিয়ে নিও
পুরনো স্মৃতিগুলো,মন থেকে তুমি মুছে দিও
আবার নতুন করে,এ জীবন সাজিয়ে নিও
সেই চেনা সুরে, সেই চেনা নাম ধরে,
ডেকো না আমায়....
শুধু মনে রেখো কোন একদিন..
ভালোবেসে ছিলাম তোমায়
ও...ও...ও..ভালোবেসে ছিলাম তোমায়
**********************
****Please Follow Me****
********Wait*******
কখনো ভুল করে,সমাধিতে ফুল দিও না
আমার মরণ দিনে,চোখে জল তুমি এনো না
কখনো ভুল করে,সমাধিতে ফুল দিও না
আমার মরণ দিনে,চোখে জল তুমি এনো না
থাকনা ভরে,সমাধির পরে,ঝরানো পাতায়
শুধু মনে রেখো কোন একদিন
ভালোবেসে ছিলাম তোমায়
ও..ও..ও..ভালোবেসে ছিলাম তোমায়
********************
আমি মরে গেলে জানি তুমি কাঁদবেনা
ওখানেই শেষ করে দিও...
চাইবো না কিছুই তোমার
শুধু মনে রেখো কোন একদিন
ভালো বেসেছিলাম তোমায়
ও..ও..ও.. ভালো বেসেছিলাম তোমায়
Thanks all my friends and family
Sany Ahmed SRS Family...