huatong
huatong
tipu-tumi-jake-bhalobaso-cover-image

Tumi Jake Bhalobaso তুমি যাকে ভালোবাসো

__Tipu__huatong
__Tipu__huatong
الكلمات
التسجيلات
>>>>>>>><<<<<<<<<<

Uploaded By _Tipu_

>>>>>>>><<<<<<<<<<

তুমি যাকে ভালোবাসো,

স্নানের ঘরে বাষ্পে ভাসো,

তার জীবনে ঝড়...

তুমি যাকে ভালোবাসো,

স্নানের ঘরে বাষ্পে ভাসো,

তার জীবনে ঝড়..

তোমার কথার শব্দ দূষণ,

তোমার গলার স্বর..

আমার দরজায় খিল দিয়েছি,

আমার দারুণ জ্বর

তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর..

তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর..

>>>>>>>><<<<<<<<<<

Uploaded By _Tipu_

>>>>>>>><<<<<<<<<<

তোমার নৌকোর, মুখোমুখি আমার সৈন্যদল,

বাঁচার লড়াই

আমার মন্ত্রী,খোয়া গেছে একটা চালের ভুল,

কোথায় দাঁড়াই

কথার ওপর কেবল কথা সিলিং ছুঁতে চায়..

নিজের মুখের আয়না আদল,লাগছে অসহায়.

তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান..

তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান..

>>>>>>>><<<<<<<<<<

Uploaded By _Tipu_

>>>>>>>><<<<<<<<<<

বুকের ভেতর,ফুটছে যেন

মাছের কানকোর লাল এত নরম...

শাড়ির সুতো,বুনছে যেন

সেই লালের কঙ্কাল, বিপদ বড়...

কথার ওপর কেবল কথা সিলিং ছুঁতে চায়..

নিজের মুখের আয়না আদল লাগছে অসহায়

তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান...

তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান..

তুমি যাকে ভালোবাসো,

স্নানের ঘরে বাষ্পে ভাসো

তার জীবনে ঝড়..

তুমি যাকে ভালোবাসো,

স্নানের ঘরে বাষ্পে ভাসো

তার জীবনে ঝড়

তোমার কথার শব্দ দূষণ,

তোমার গলার স্বর..

আমার দরজায় খিল দিয়েছি,

আমার দারুণ জ্বর..

তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর..

তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর..

তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর..

তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর....

Thank You 💅💅💅

المزيد من __Tipu__

عرض الجميعlogo

قد يعجبك