huatong
huatong
avatar

Raag Komle Phone Koris

Abanti Sithihuatong
sonsofnorwaypoulsbohuatong
الكلمات
التسجيلات
রাগ কমলে phone করিস

আমি রাতজেগে বসে তোর অপেক্ষায়

তুই কেন যে এমন করিস!

Phone করব না আমি, রেগে আছি বেজায়

কথা জমলে phone করিস

আমি তারা গুনে লিখে রাখি মেঘের গায়ে

বল, কেন এত ভুল করিস?

আমি গলছি না কিছুতেই তোর কথায়

তুই এত সহজে শুধরে যাবি না জানি

তাই হতেই হয় আমাকে অভিমানী

তোর phone না এলে ঘুম নামে না দুচোখে

তাই তখন থেকে বলেই চলেছি তোকে

রাগ কমলে phone করিস

কমবে না, কমবে না রাগ

কমবে না, কমবে না রাগ

করব না, করব না phone

রাগ কমলে phone করিস

কমবে না, কমবে না রাগ

কমবে না, কমবে না রাগ

করব না, করব না phone

রাগ কমলে phone করিস

মনটা নরম করে একবার phone করে

কথা বলে নে না, please, কেউ কি এমন করে?

এত ভালোবাসি, তবু তোর মনে জাগে না সোহাগ

ও হো, এত বোকা ছেলে তুই আমাকেই খুঁজলি না

অভিমানে প্রেম থাকে এটুকও বুঝলি না

ভালোবাসি যাকে তার উপরেই করা যায় রাগ

ঠিক আছে

রাগ কমলে phone করিস

তোকে গান গেয়ে গেয়ে ঘুম পাড়াব

কাল সন্ধ্যেয় দেখা করিস

তোর প্রিয় ফুল হাতে নিয়ে দাঁড়াব

এত ভয় পেয়ে ভুল করিস

তোকে একলা ফেলে কি আমি পালাব?

তুই কেন যে এমন করিস!

রাগ কমে গেলে ঠিক তোকে জানাব

তুই এত সহজে শুধরে যাবি না জানি

তাই হতেই হয় আমাকে অভিমানী

তোর phone না এলে ঘুম নামে না দুচোখে

তাই তখন থেকে বলেই চলেছি তোকে

রাগ কমলে phone করিস

কমবে না, কমবে না রাগ

কমবে না, কমবে না রাগ

করব না, করব না phone

রাগ কমলে phone করিস

কমবে না, কমবে না রাগ

কমবে না, কমবে না রাগ

করব না, করব না phone

রাগ কমলে phone করিস

কমবে না রাগ

করব না phone

রাগ কমলে phone করিস

المزيد من Abanti Sithi

عرض الجميعlogo

قد يعجبك