huatong
huatong
avatar

Surjodoye Tumi Surjasteo Tumi

Abdul Hadihuatong
forhad99huatong
الكلمات
التسجيلات
সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি

সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি

জলসিঁড়ি নদীতীরে

তোর খুশির কাঁপন যেন বাজে

ও…কাশবনে ফুলে ফুলে

তোর মধুর বাসর বুঝি সাজে

তোর একতারা হায় করে বাউল আমায় সুরে সুরে

সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি

আঁকা বাঁকা মেঠো পথে

তোর রাখাল হৃদয় জানি হাসে

ও..পদ্মকাঁপা দিঘী ঝিলে

তোর সোনার স্বপন খেয়া ভাসে

তোর এই আঙ্গিনায় ধরে রাখিস আমায় চিরতরে

সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি

সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি

المزيد من Abdul Hadi

عرض الجميعlogo

قد يعجبك

Surjodoye Tumi Surjasteo Tumi لـ Abdul Hadi - الكلمات والمقاطع