huatong
huatong
avatar

Tumi Ki Dekhecho Kobhu

Abdul Jabbarhuatong
mustangwoman2004huatong
الكلمات
التسجيلات
তুমি কি দেখেছো কবু

তুমি কি দেখেছো কবু,জিবনের পরাজয়

দুখের দহনে,করুন রদনে তিলে তিলে তার ক্ষয়

তিলে তিলে তার ক্ষয়

তুমি কি দেখেছো কবু,জিবনের পরাজয়

দুখের দহনে,করুন রদনে তিলে তিলে তার ক্ষয়

তিলে তিলে তার ক্ষয়

তুমি কি দেখেছো কবু

আমিতো দেখেছি কত যে স্বপ মুকুলেই ঝরে যায়

শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়

আমিতো দেখেছি কত যে স্বপ মুকুলেই ঝরে যায়

শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়

আকাশে বাতাসে নিষ্ফল আশা হাহাকার হয়ে রয়

দুখের দহনে,করুন রদনে তিলে তিলে তার ক্ষয়

তিলে তিলে তার ক্ষয়

তুমি কি দেখেছো কবু,জিবনের পরাজয়

দুখের দহনে,করুন রদনে তিলে তিলে তার ক্ষয়

তিলে তিলে তার ক্ষয়

প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে

জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে

প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে

জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে

কেউ তো জানেনা প্রানের আকুতি

বারে বারে সে যে কি চাই

স্বার্থের টানে প্রিয়জন কেনো দূরে সরে যায়

কেউ তো জানেনা প্রানের আকুতি

বারে বারে সে যে কি চাই

স্বার্থের টানে প্রিয়জন কেনো দূরে সরে যায়

ধরনীর বুকে পাশাপাশি তবু কেউ বুঝি কার নয়

দুখের দহনে,করুন রদনে তিলে তিলে তার ক্ষয়

তিলে তিলে তার ক্ষয়

তুমি কি দেখেছো কবু,জিবনের পরাজয়

দুখের দহনে,করুন রদনে তিলে তিলে তার ক্ষয়

তিলে তিলে তার ক্ষয়

তুমি কি দেখেছো কবু

المزيد من Abdul Jabbar

عرض الجميعlogo

قد يعجبك

Tumi Ki Dekhecho Kobhu لـ Abdul Jabbar - الكلمات والمقاطع