huatong
huatong
abir-biswas-batashey-gungun---cover-cover-image

Batashey Gungun - Cover

Abir Biswashuatong
patricia752whuatong
الكلمات
التسجيلات
মরণ দেখি আমার, ওগো, তোমার ওই চোখে

পাগল দাও না করে এই রাতে আমাকে

ও, মরণ দেখি আমার, ওগো, তোমার ওই চোখে

পাগল দাও না করে এই রাতে আমাকে

এলোমেলো হয়ে যায় মন, কেন আজ বুঝি না

দাবানল যেন ছড়ালো পার করে সীমানা

শ্বাপদের মতো হানা দেয় এ মনের কামনা

নিজেকেই দেখে লাগে আজ অচেনা, অচেনা, অচেনা

বাতাসে গুনগুন, এসেছে ফাগুন

বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন

বাতাসে গুনগুন, এসেছে ফাগুন

বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন

তৃষ্ণা, এত তৃষ্ণা প্রেমে হয়নি যে আগে

উতল করো আমায় আজ বন্য সোহাগে

তৃষ্ণা, এত তৃষ্ণা প্রেমে হয়নি যে আগে

উতল করো আমায় আজ বন্য সোহাগে

ভালোবাসা আজ বন্য, কোনো কথা শোনে না

নিঃশ্বাসে যেন চাতকের বুকভরা বাসনা

শ্বাপদের মতো হানা দেয় এ মনের কামনা

নিজেকেই দেখে লাগে আজ অচেনা, অচেনা, অচেনা

বাতাসে গুনগুন, এসেছে ফাগুন

বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন

বাতাসে গুনগুন, এসেছে ফাগুন

বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন

বাতাসে গুনগুন

المزيد من Abir Biswas

عرض الجميعlogo

قد يعجبك