huatong
huatong
avatar

HD আজ তোমার মন খারাপ মেয়ে

Aj Tomar Mon Kharap Meyehuatong
roger13_10huatong
الكلمات
التسجيلات
বাপ্পা মজুমদার

আজ তোমার মন খারাপ মেয়ে

তুমি আনমনে বসে আছ

আকাশ পানে দৃষ্টি উদাস

আমি তোমার জন্য এনে দেব

মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া

সে হাওয়ায় ভেসে যাবে তুমি।।

সে হাওয়ায় ভেসে যাবে তুমি।।

আজ তোমার মন খারাপ মেয়ে

তুমি আনমনে বসে আছ

আকাশ পানে দৃষ্টি উদাস

আমি তোমার জন্য এনে দেব

মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া

সে হাওয়ায় ভেসে যাবে তুমি।

সে হাওয়ায় ভেসে যাবে তুমি।

আজ তোমার চোখের কোনে জল

বৃষ্টি অবিরাম কাঁদে

তোমার সাথে সাথে,

আমার পথে পথে।

আজ তোমার চোখের কোনে জল

বৃষ্টি অবিরাম কাঁদে

তোমার সাথে সাথে,

আমার পথে পথে।

আমি তোমার জন্য এনে দেব

রোদেলা সে ক্ষণ

পাখিকে করে দেব তোমার আপন জন

পরী তুমি ভাসবে মেঘের ভাজে।

পরী তুমি ভাসবে মেঘের ভাজে।

আজ তোমার জোছনা হারায় আলোয়

প্রজাপতির ডানায় বিষাদ করে ভয়

যখন তখন,

বিষাদ করে ভর।

আজ তোমার জোছনা হারায় আলোয়

প্রজাপতির ডানায় বিষাদ করে ভর

যখন তখন,

বিষাদ করে ভর।

আমি তোমার জন্য এনে দেব

অঝর শ্রাবন

আকাশ ছোয়া জলে জোছনা

পরী তুমি ভাসবে মেঘের ভাজে।

পরী তুমি ভাসবে মেঘের ভাজে।

আজ তোমার মন খারাপ মেয়ে

তুমি আনমনে বসে আছ

আকাশ পানে দৃষ্টি উদাস

আমি তোমার জন্য এনে দেব

মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া

সে হাওয়ায় ভেসে যাবে তুমি।

সে হাওয়ায় ভেসে যাবে তুমি।

সে হাওয়ায়

সে হাওয়ায়

قد يعجبك