huatong
huatong
avatar

Jol Khete Giyechilam

Akashhuatong
najeewallacehuatong
الكلمات
التسجيلات
কণ্ঠশিল্পী এন্ডু কিশোর

আপলোড <> রবিউল আলম

অরিজিনাল মিউজিক পেতে

[ফলো করুন]

জল খাইতে গিয়াছিলাম দিন ভিখারির বাড়ি

কে জানি জল এনে দিলো রে

ও সে মানুষ কিনা পড়ি রে

মন পাগলও তারই লাইগা রে

জল খাইতে গিয়াছিলাম দিন ভিখারির বাড়ি

কে জানি জল এনে দিলো রে

ও সে মানুষ কিনা পড়ি রে

মন পাগলও তারই লাইগা রে

আপলোড <> রবিউল আলম

অরিজিনাল মিউজিক পেতে

[ ফলো করুন]

[মিউজিক অপেক্ষা করুন]

জল পিপাসা ভুলে গেলাম তাহার পানে চাইয়া

আমায় যেন বশ করিল চোখের তীর মারিয়া রে

চোখের তীর মারিয়া....

[মিউজিক অপেক্ষা করুন]

জল পিপাসা ভুলে গেলাম তাহার পানে চাইয়া

আমায় যেন বশ করিল চোখের তীর মারিয়া রে

চোখের তীর মারিয়া....

অন্তরে বিদিল সে তীর

হায়, অন্তরে বিদিল সে তীর

খুলবে কে আসিয়ারে

মন পাগলো তার লাগিয়ারে

ও তীর খুলবে কে আসিয়া রে

মন পাগেলা তার লাগিয়ারে

জল খাইতে গিয়া ছিলাম দিন ভিখারির বাড়ি

কে যেন জল এনে দিলো রে

ও সে মানুষ কিনা পরি রে

মন পাগলো ও তার লাগিয়া রে

আপলোড <> রবিউল আলম

অরিজিনাল মিউজিক পেতে

[ ফলো করুন]

[মিউজিক অপেক্ষা করুন]

আমি না হয় ভুলেছি সব রূপে মগ্ন হইয়া

জল কেন তার পরে গেল আমার পানে চাইয়া রে

আমার পানে চাইয়া.....

[মিউজিক অপেক্ষা করুন]

আমি না হয় ভুলেছি সব রূপে মগ্ন হইয়া

জল কেন তার পরে গেল আমার পানে চাইয়া রে

আমার পানে চাইয়া.....

তবে কি সে আমার মতো

ওরে তবে কি সে আমার মতো

গেছে বেহুশ হইয়া রে

মন পাগলো ও তার লাগিয়া রে

আমি জানবো কি করি যারে

মন পাগল ও তার লাগিয়া রে...

জল খাইতে গিয়াছিলাম দিন ভিখারির বাড়ি

কে জানি জল এনে দিলো রে

ও সে মানুষ কিনা পড়ি রে

মন পাগলও তারই লাইগা রে

জল খাইতে গিয়াছিলাম দিন ভিখারির বাড়ি

কে জানি জল এনে দিলো রে

ও সে মানুষ কিনা পড়ি রে

মন পাগলও তারই লাইগা রে

المزيد من Akash

عرض الجميعlogo

قد يعجبك