huatong
huatong
avatar

ঐ বুকেতে ঘর Oi Bukete Ghor

Akash Mahmudhuatong
Ⓜ️ONJUR_ABS_BD_🇧🇩huatong
الكلمات
التسجيلات
পরানে পরানে বান্ধিলা আমায়...

রাইক তুমি আপনো করে...

ও জীবনে মরনে চাই পাশে তোমায়...

রইব আমি তোমার আদরে...

আজ আকাশে বাতাসে

দিলাম জানিয়ে...

এই মনটা শুধু যে তোমার...

ঐ বুকে বানাইয়া আমার ঘর...

আমি থাকব বন্ধু সারা জনম ভর...

এই বুকে বানাইয়া তোমার ঘর...

বন্ধু থাইক তুমি সারা জনম ভর...

তুমি তো গলার মালা

দিও না রে আর জালা

করিলে অবহেলা যাব মরিয়া...

জানরে কেন বোঝোনা

এ হৃদয় আর কারো না

তোমারি পিরিতে কবে গেছি হারাইয়া...

ছাইরনা হাত আসুক যতই ঝড়...

তুমি ছাইরনা হাত আসুক যতই ঝড়...

? ঐ বুকে বানাইয়া আমার ঘর...

আমি থাকব বন্ধু সারা জনম ভর...

এই বুকে বানাইয়া তোমার ঘর...

বন্ধু থাইক তুমি সারা জনম ভর...

উতলা মন কেন হয়

তোমারে খুব কাছে চায়

মাথারই মুকুট করিয়া

রাখমু ধরিয়া...

জ্যোৎস্না দিয়ে সাজাইয়া

তোমারে সাথে নিয়া

হারাবো আজকে চলো

অচিন সীমানায়...

আমারে কইর নারে পর...

আমারে কইর নারে পর...

ঐ বুকে বানাইয়া আমার ঘর...

আমি থাকব বন্ধু সারা জনম ভর...

এই বুকে বানাইয়া তোমার ঘর...

বন্ধু থাইক তুমি সারা জনম ভর...

ঐ বুকে বানাইয়া আমার ঘর...

বন্ধু থাইক তুমি সারা জনম ভর...

المزيد من Akash Mahmud

عرض الجميعlogo

قد يعجبك