logo

Kon Kanoner Ful Go Tumi

logo
الكلمات
কোন কাননের ফুল গো তুমি

কোন আকাশের চাঁদ গো তুমি

কোন রাখালের মধুর বাঁশির গুন ও...

জ্বাইলা আগুন বুকে

জ্বাইলা আগুন

জ্বাইলা আগুন বুকে

জ্বাইলা আগুন

কোন ফাগুনের কুকিল তুমি

কোন নয়নের কাজল তুমি

ভোমর হয়ে করো যে গুন গুন ও...

জ্বাইলা আগুন বুকে

জ্বাইলা আগুন

জ্বাইলা আগুন বুকে

জ্বাইলা আগুন

ইচ্ছা করে তোমায় দরে

বন্দি করে রাখি

একটি বারে হওনা কন্যা

আমার খাঁচার পাখি

জীবন দিলাম যৌবন দিলাম

নাই যে কিছু বাকি

দিবা নিশি তোমার স্বপণ

আমার মনে আকি

যেদিন তোমায় প্রথম দেখি

সেই দিন থেকে আমি একি

তোমার প্রেমে হয়ে গেলাম খুন ও...

জ্বাইলা আগুন বুকে

জ্বাইলা আগুন

জ্বাইলা আগুন বুকে

জ্বাইলা আগুন

ওগো অামার সুন্দর মানুষ একটা কথা শুনো

তুমি বিনে অামার ত নেই গতি কুনো

দশ গ্রামের মানুষ ডাইকা

বলতে ইচ্ছে করে

তোমার প্রেমে মরার আগে

গেছি আমি মরে

এতো পরে আইলা কেনো

আগে আইলা না

আমার মনের ঠিকানা কি

খুঁইজা পাইলা না

আমি ছিলাম মরুভূমি

বৃষ্টি হইয়া আইলা তুমি

ঝড়া বনে আনলা যে ফাগুন ও...

জ্বাইলা আগুন বুকে

জ্বাইলা আগুন

জ্বাইলা আগুন বুকে

জ্বাইলা আগুন

কোন কাননের ফুল গো তুমি

কোন আকাশের চাঁদ গো তুমি

কোন রাখালের মধুর বাঁশির গুন ও...

জ্বাইলা আগুন বুকে

জ্বাইলা আগুন

জ্বাইলা আগুন বুকে

জ্বাইলা আগুন

Kon Kanoner Ful Go Tumi لـ Akash Mahmud - الكلمات والمقاطع