huatong
huatong
avatar

Premi O Premi

Akashhuatong
rocky_608huatong
الكلمات
التسجيلات
প্রেমী ও প্রেমী দেখা দিলে তুমি

আমার মনের আশা এ ভালোবাসা সত্যি হল

প্রেমী ও প্রেমী কাছে এলে তুমি

আমার মনের আশা এ ভালোবাসা সত্যি হল

মনের মাঝে তুমি,মনের মাঝে তুমি

মনের মাঝে তুমি এ মনের মাঝে তুমি...

হে হে হে...

হে হে হে হে...

হে হে হে হে...

follow me

জানিনা কি ভাবে রঙিন হল যে আশা

দুজনের মিতালী হয়েছে ভালোবাসা

কি করে দুজনের স্বপ্ন যে মিলে গেল...

চেনা এ পৃথিবী দেখি যে নতুন হল

যত কথা বলি হয় কবিতা

ভালো লাগে জীবনের ছবিটা

সুরে সুরে কথা গান হয়ে যায়

সব কিছু আজ মন ছুয়ে যায়

নিজেকে লাগেনা যে আর একা...

প্রেমী ও প্রেমী কাছে এলে তুমি

আমার মনের আশা এ ভালোবাসা সত্যি হল

প্রেমী ও প্রেমী দেখা দিলে তুমি

আমার মনের আশা এ ভালোবাসা সত্যি হল

কত যে রজনী জেগেছি তোমার আসায়

মন এবার জাগবে রাত তোমারি ভালোবাসায়

যাব না দুরে আর তোমাকে কথা দিলাম...

জীবনের এই পথে দুজনে সাথী হলাম

তোমাকে আমি আরো কাছে চাই

দুজনে এসো এক হয়ে যাই

সেই মধুর রাত আর দুরে নেই

আসো দিনগুনি আজ দুজনেই

কবে সেই রজনী দেবে দেখা...

প্রেমী ও প্রেমী কাছে এলে তুমি

আমার মনের আশা এ ভালোবাসা সত্যি হল

প্রেমী ও প্রেমী দেখা দিলে তুমি

আমার মনের আশা এ ভালোবাসা সত্যি হল

মনের মাঝে তুমি,মনের মাঝে তুমি

মনের মাঝে তুমি এই মনের মাঝে তুমি...

হে হে হে...

হে হে হে হে...

হে হে হে হে...

المزيد من Akash

عرض الجميعlogo

قد يعجبك